Advertisement
২০ এপ্রিল ২০২৪

দু’দলের গোলাগুলি থামছে না

ধৌলাধার পাহাড়ের কোলে পরিবেশ ঠান্ডা হতে পারে, কিন্তু দু’দলের মধ্যে উত্তেজনার আঁচ তাতে কমছে না। সরকারি সাংবাদিক বৈঠকে এসেও একে অন্যের বিরুদ্ধে গোলাগুলি ছোড়া ঠিক চলছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০৩:৩৪
Share: Save:

ধৌলাধার পাহাড়ের কোলে পরিবেশ ঠান্ডা হতে পারে, কিন্তু দু’দলের মধ্যে উত্তেজনার আঁচ তাতে কমছে না। সরকারি সাংবাদিক বৈঠকে এসেও একে অন্যের বিরুদ্ধে গোলাগুলি ছোড়া ঠিক চলছে।

বৃহস্পতিবার যেমন হল। শেষ টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা দুই শিবির থেকে সাংবাদিকদের সামনে এলেন চেতেশ্বর পূজারা এবং জস হেজেলউড। যেখানে পূজারা পরিষ্কার বুঝিয়ে দিলেন, কোহালি নিয়ে অস্ট্রেলীয়দের মন্তব্যে ভারত কী ভাবছে। আবার হেজেলউড বলে রাখলেন, ‘‘শেষ টেস্টে চাপের মধ্যে আছে ভারতই।’’

কোহালিকে যে ভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে রীতিমতো হতাশ পুজারা। তিনি বলেন, ‘‘কোহালি নিয়ে যে সব মন্তব্য আমরা শুনছি, তা অত্যন্ত দুঃখজনক। আমরা সব সময় কোহালির পাশে আছি। ওর মতো অধিনায়ক হয় না। আমার মনে হয়, ফোকাসটা মাঠ থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। যেটা অত্যন্ত দুঃখজনক।’’

উল্টো দিকে হেজেলউড বলেছেন, ‘‘আমার মনে হয়, টেস্টটায় ফলাফল হবে। ভারত নিশ্চয়ই সিরিজটা জিততে চাইবে। আমরা এখান থেকে সিরিজ ড্র করেও ফিরতে পারি। যদিও আমরাও চাইব সিরিজটা ২-১ জিততে। কিন্তু চাপটা থাকবে ভারতেরই ওপর।’’ ধর্মশালার পিচ নিয়ে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার বলেছেন, ‘‘আমরা তো অবশ্যই চাইব পিচে যেন গতি আর বাউন্স থাকে। কিন্তু রাঁচীতে প্যাট কামিন্স যা বল করেছে, তাতে মনে হয় না, ভারত সে রকম কিছু আবার দেখতে চাইবে।’’

অস্ট্রেলিয়া এই টেস্টে দলে পরিবর্তন আনতে পারে। পিচ দেখে একজন বাড়তি পেসার খেলানোর ভাবনা আছে তাদের। সে ক্ষেত্রে স্টিভ ও’কিফ-কে বসিয়ে খেলানো হতে পারে জ্যাকসন বার্ড-কে। বৃহস্পতিবার নেথান লায়ন নেটে বল করেননি ঠিকই, কিন্তু উইকেটে বাউন্স থাকলে তাঁকে খেলানোর একটা ঝুঁকি নেবে অস্ট্রেলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Australia Test Match Dharamsala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE