Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারত জিতছে, ধরে নিয়েছেন চ্যাপেলরা

বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম দিন ভেসে না গেলে রাঁচীতে ভারতের জয় দেখছেন ইয়ান চ্যাপেল। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক চতুর্থ দিনের শেষে সরাসরি বলেই দিলেন, ‘‘বৃষ্টিতে যদি পঞ্চম দিনের খেলা ভেসে না যায়, তা হলে মনে হয় রাঁচীতেই সিরিজ ২-১ এগিয়ে যেতে পারে ভারত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০৪:৫৪
Share: Save:

বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম দিন ভেসে না গেলে রাঁচীতে ভারতের জয় দেখছেন ইয়ান চ্যাপেল।

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক চতুর্থ দিনের শেষে সরাসরি বলেই দিলেন, ‘‘বৃষ্টিতে যদি পঞ্চম দিনের খেলা ভেসে না যায়, তা হলে মনে হয় রাঁচীতেই সিরিজ ২-১ এগিয়ে যেতে পারে ভারত।’’ কারণ হিসেবে ইয়ান চ্যাপেল বলেন, ‘‘এই অস্ট্রেলিয়া টিমে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটসম্যান রয়েছে। রাঁচীর এই উইকেটে পঞ্চম দিন যত সময় যাবে ততই ভয়ঙ্কর হয়ে উঠবে রবীন্দ্র জাডেজা। বাঁ হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই উইকেটে জা়ডেজা একটা বড়সড় ত্রাস।’’

এ কথা বলার পরেই ইয়ান চ্যাপেলের আক্ষেপ, ‘‘বেঙ্গালুরু এবং পুণেতে ভারতের উপর যে চাপ তৈরি করা হয়েছিল তা রাঁচীতে তৈরি করতে পারেনি স্টিভ স্মিথরা। উল্টে ভারতই পরিকল্পনামাফিক ব্যাট করে এই টেস্টে চালকের আসনে রয়েছে।’’

ভারতের এই তৃতীয় টেস্টের পারফরম্যান্সের পিছনে চেতেশ্বর পূজারার বড়সড় অবদান দেখছেন ইয়ান চ্যাপেল। তাঁর কথায়, ‘‘পূজারার একাগ্র মানসিকতা ও দায়বোধ ফের দেখিয়ে দিয়ে গেল রাঁচী টেস্ট। দশ ঘণ্টা ব্যাট করেও কিন্তু ও ক্লান্ত হয়নি।’’

আরও পড়ুন: ডাবল সেঞ্চুরির সঙ্গে একাধিক রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন পূজারা

পরের টেস্টের জন্য এ দিনই অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে ইয়ান চ্যাপেলের পরামর্শ, ‘‘ধর্মশালার চতুর্থ টেস্টে দলে একজন অলরাউন্ডার দরকার অস্ট্রেলিয়ার। আর সেই অলরাউন্ডার যদি পেসার হয় তা হলে সুবিধা পাবে অস্ট্রেলিয়া।’’

তবে ইয়ান চ্যাপেল রাঁচী টেস্ট অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে গিয়েছে মনে করলেও এ বিষয়ে এক মত নন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। বরং তিনি এখনও আশাবাদী ম্যাচ বার করার ব্যাপারে। এ দিন তিনি বলেন, ‘‘বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। তবে দুবাইতে এই রকম পরিস্থিতিতে কী ভাবে ফিরে আসা যাবে তা অনুশীলন করেছি আমরা। পঞ্চম দিন সেটাই প্রয়োগের পালা।’’

তবে সঙ্গে তিনি এটাও স্বীকার করেন এ দিন ওয়ার্নার এবং লায়নের উইকেট হারানোয় কিছুটা চাপ তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার উপরে। ‘‘শেষ বেলায় জাডেজার দু’টো দুরন্ত ডেরিভারিতে দু’টো উইকেট হারানো আমাদের বিপক্ষেই গিয়েছে। তবে পিচে কোনও জুজু নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE