Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

পূজারার ডাবল, ঋদ্ধির সেঞ্চুরির পর জয়ের স্বপ্ন দেখাচ্ছে জাডেজার বল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে যে বার্তা দিয়ে শুরু করেছিল ভারতীয় ব্যাটিং। শেষটাও লেখা হল সেই পথেই। ৬০৩ রানে ন’উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করলেন বিরাট কোহালি।

চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। ছবি: রয়টার্স।

চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৭:২৮
Share: Save:

তৃতীয় টেস্ট: চতুর্থ দিনের শেষে

অস্ট্রেলিয়া ৪৫১ ও ২৩/২ (৭.২ ওভার)

ভারত ৬০৩/৯ (ইনিংস ঘোষণা)

একটি ডবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে যে বার্তা দিয়ে শুরু করেছিল ভারতীয় ব্যাটিং। শেষটাও লেখা হল সেই পথেই। ৬০৩ রানে ন’উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করলেন বিরাট কোহালি। তার আগেই অবশ্য ব্যাটে ঝড় তুলে ভারতকে ১৫২ রানে এগিয়ে দিয়েছেন চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা। শনিবার যেখানে শেষ করেছিলেন চতুর্থদিন সকালটা সেখান থেকেই শুরু করেন এই দুই ব্যাটসম্যান। যার ফল পূজারার ব্যাটে ডবল সেঞ্চুরির সঙ্গেই ঋদ্বিমানের নামে লেখা হয় তাঁর তৃতীয় সেঞ্চুরি। ১১৭ রান করে ও’কিফের বলে ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান। পূজারা ফেরেন ২০২ রা করে। এই নিয়ে নিজের তৃতীয় টেস্ট ডবল সেঞ্চুরিটাও সেরে ফেললেন তিনি।

রবীন্দ্র জাডেজা।

আরও খবর: গলের প্রতিশোধ কলম্বোয়, শততম টেস্ট ঐতিহাসিক করে রাখল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে মাত্র ৭.২ ওভারই ব্যাট করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তাতেও ২৩ রানে দু’উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছে ভারত। তার কারিগর সেই রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও বল হাতে লড়াই শুরু করে দিলেন ব্যাট হাতে কিছুক্ষণ আগেই হাফ সেঞ্চুরি করা এই অল-রাউন্ডার। জাডেজার বলে বোল্ড হয়ে ইতিমধ্যেই প্যাভেলিয়নে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও নাথান লিয়ঁ। লিয়ঁ আউট হওয়ার পর আর ব্যাট করতে নামেনি কেউ। সোমবার পুরো সময়টাই ব্যাট করে ম্যাচ ড্র রাখার চেষ্টাই করবে অস্ট্রেলিয়া। যদি না বোলাররা সেই সুযোগ কেড়ে নেন। এ বার পুরোটাই নির্ভর করছে ভারতীয় বোলারদের উপর। ব্যাটসম্যানরা তাঁদের কাজ করে দিয়েছেন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া থামে ৪৫১ রানে। জাডেজা পাঁচ ও উমেশ যাদব তিনটি উইকেট নেন। দিনের শেষে অস্ট্রেলিয়া ১২৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে আট উইকেট ও একদিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Ravindra Jadeja Cheteshwar Pujara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE