Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মিতালির পাঁচ হাজার রান, জয়ী ভারত

দুরন্ত পারফরম্যান্স করে ভারতকে জেতানোর পাশাপাশি নতুন পালক যোগ হল মিতালি রাজের মুকুটে! সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে পাঁচ হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। তাঁর মোট রান এই মুহূর্তে ৫০২৯ (১৫৭ ম্যাচে)। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ১১৪। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি হলেন দ্বিতীয় মহিলা এবং ভারতে প্রথম, যিনি পাঁচ হাজারের গণ্ডি টপকালেন।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২০
Share: Save:

দুরন্ত পারফরম্যান্স করে ভারতকে জেতানোর পাশাপাশি নতুন পালক যোগ হল মিতালি রাজের মুকুটে!
সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে পাঁচ হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। তাঁর মোট রান এই মুহূর্তে ৫০২৯ (১৫৭ ম্যাচে)। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ১১৪। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি হলেন দ্বিতীয় মহিলা এবং ভারতে প্রথম, যিনি পাঁচ হাজারের গণ্ডি টপকালেন। মিতালির আগে রয়েছেন ব্রিটিশ কন্যা শার্ললট এডওয়ার্ডস। যাঁর ১৮৫ ম্যাচে সংগ্রহ ৫৮১২ রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২১৪ রানের রেকর্ডও রয়েছে মিতালির ঝুলিতে।
সোমবার বেঙ্গালুরুতে ভারত অধিনায়কের ৮৮ বলে ৮১ রানের ইনিংসের উপর ভর করেই আট উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। এর আগের দু’টি ম্যাচ অবশ্য হারতে হয়েছিল ঝুলন গোস্বামীদের। তবে এ দিনের ম্যাচ জেতার ফলে সিরিজের ফল দাঁড়াল ২-২। শেষ ম্যাচ ৮ জুলাই।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট নেয় কিউয়িরা। ২২০ রান করে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। নিরঞ্জনা নাগারাজন এবং রাজেশ্বরী গায়কোয়াড় তিনটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিল মিতালির টিম। কামিনির উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন মিতালি। তাঁকে যোগ্য সঙ্গত করেন স্মৃতি মনধনা (৬৬ রান)। দ্বিতীয় উইকেটে তাঁরা ১২৪ রান যোগ করেন। ম্যাচের পর নিজের কৃতিত্বের কথা এড়িয়ে গিয়ে পুরো টিমের পারফরম্যান্সের প্রশংসা করলেন মিতালি। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলে দেন, ‘‘গোটা টিমই খুব ভাল পারফরম্যান্স করেছে। কারও একার কৃতিত্ব নেই। তবে কামিনীর উইকেট হারানোর পর আমার আর স্মৃতির বড় রানের পার্টনারশিপ সে সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। আর যেটা গড়তে স্মৃতি সব রকম সাহায্য করেছে। এই জয়ের ফলে শেষ ম্যাচের আগে আমরা অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE