Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ডোপ কেলেঙ্কারিতে যুক্ত দেশে নিষিদ্ধ ভারতীয় অ্যাথলিটদের ট্রেনিং

দেরিতে হলেও শেষ পর্যন্ত ঘুম ভাঙল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। ডোপিং নিয়ে সারা বিশ্বে যখন তোলপাড় চলছিল তখন চুপচাপ বসে ছিল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

স্বপন সরকার
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ১৯:৫৫
Share: Save:

দেরিতে হলেও শেষ পর্যন্ত ঘুম ভাঙল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। ডোপিং নিয়ে সারা বিশ্বে যখন তোলপাড় চলছিল তখন চুপচাপ বসে ছিল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

রিও অলিম্পিক্সের আগে আজ হঠাৎ কেন্দ্রীয় ক্রূীড়া মন্ত্রক সিদ্ধান্ত নেয় যে সব দেশ ডোপিংয়ের জন্য কুখ্যাত সেই সব দেশে রিও অলিম্পিক্সে কোয়ালিফাই করা অ্যাথলিটদের প্রস্তুতির জন্য পাঠানো হবে না।

ঠিক হয় ওয়াডা রিপোর্ট অনুযায়ী রাশিয়া, তুরস্ক, জজির্য়া, ইউক্রেন, ইতালির মত দেশগুলিতে ভারতীয় অ্যাথলিটদের পাঠানো হবে না। কারণ ডোপ কেলেঙ্কারিতে এই দেশগুলি শীর্ষে।

কিন্তু মজার ব্যাপার হল মাত্র কয়েকদিন আগেই ভারতীয় কুস্তিগীররা জজির্য়া, অ্যাথলিটরা ইউক্রেন ও জজির্য়ার মত দেশে এবং শুটাররা ইতালিতে ঘুরে এসেছেন।

রিও অলিম্পিক্সের শুরুর আগে আর রয়েছে মাত্র দু’মাস। ইতিমধ্যেই যদি কোনও অ্যাথলিট ডোপ করে থাকেন তাহলেও তাদের এখন ধরা মুশকিল। কেন আমাদের ক্রীড়া মন্ত্রক আগে ব্যাবস্থা নিল না। সেটাই বড় প্রশ্ন।

মন্ত্রকের এই আদেশে বলা হয়েছে ২০১৩ ওয়াডা রিপোর্টে রাশিয়া আর তুরস্কতে সর্বাধিক ডোপ পজিটিভ কেস পাওয়া গিয়েছে। আর ২০১৪ ওয়াডা রিপোর্টে রাশিয়া(১৪৮) ও তুরস্কে(১২৩) ডোপ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়া ফেডারেশেনের অত্যাধিক ডোপ পজিটিভের ভিত্তিতে রিও অলিম্পিক্সে রাশিয়ার অ্যাথলিটদের ট্র্যাকে নামা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

সেদিকে লক্ষ্য রেখে রাশিয়া, তুরস্ক, ইতালি ছাড়াও জজির্য়া ও ইউক্রেনের মত দেশে ভারতীয় খেলোয়াড়দের এই সব দেশে ট্রেনিং নিতে যেতে মানা করা হয়েছে।

মজার ব্যাপার হল আমাদের দেশের বেশিরভাগ কুস্তিগীর, অ্যাথলিট ও শুটাররা অলিম্পিক্সের প্রস্তুতি নেন এই সব দেশেই। গতমাসেই ভারতীয় কুস্তিগীররা জজির্য়াতে ট্রেনিং করতে গিয়েছিলেন। ওই সময়

অ্যাথলেটিক্সের বহুচচির্ত কোচ ওগোরোডিনিকসহ ইউক্রেনের তিন, রাশিয়ার এক, শুটিংয়ে ইতালির দুই, কুস্তিতে জাজির্য়ার তিন কোচকে রিওর প্রস্তুতির জন্য ভারত সরকার নিয়োজিত করেছে।

আরও খবর

অপহরণ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফিরলেন মেক্সিকোর ফুটবলার অ্যালান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Olympics Rio Indian Athletes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE