Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মুম্বইয়ের পর দিল্লি, ব্রেথওয়েটের দাপটে আবার হার গম্ভীরদের

আবার হার কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেও প্রতিপক্ষকে কম রানে আটকাতে পারেনি কলকাতার বোলাররা। প্রথমে্ ব্যাট করে ৮ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় দিল্লি।

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ১৫:৫৯
Share: Save:

দিল্লি ১৮৬/৮ (২০ ওভার)

কলকাতা ১৫৯/১০ (১৮.৩/২০ ওভার)

২৭ রানে দিল্লির কাছে হার কলকাতার

আবার হার কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেও প্রতিপক্ষকে কম রানে আটকাতে পারেনি কলকাতার বোলাররা। প্রথমে্ ব্যাট করে ৮ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় দিল্লি। যেটা কলকাতার ব্যাটসম্যানদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। শুরুতেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান গৌতম গম্ভীর। কেকেআর ইনিংসের হাল ধরেন উথাপ্পা। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। যেন প্যাভেলিয়নে ফেরার প্রতিক্ষায় নেমেছিলেন পঠান, চাওলা, সূর্য কুমাররা। যার ফল ১৮.৩ ওভারে ১৫৯ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ১.৩ ওভার বাকি থাকতেই ২৭ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ডেয়ার ডেভিলস।

• ১৫৯ রানে অল আউট কলকাতা নাইট রাইডার্স।

• মরিসের বলে নায়ারকে ক্যাচ দিয়ে আউট উমেশ যাদব।

• আউট...

• এসেই রান আউট সুনীল নারিন। করলেন ৪ রান।

• আউট...

• ১৮ ওভারে কলকাতা ১৫৬/৮।

• মরিসের বলে নায়ারকে ক্যাচ দিয়ে আউট হলেন উথাপ্পা। ৫২ বলে করলেন ৭২ রান।

• আবার আউট...

• এসেই কোনও রান না করে রান আউট হলেন জেসন হোল্ডার।

• আউট...

• ১৭ ওভারে কলকাতা ১৫১/৬।

• মিশ্রার বলে মিশ্রাকেই ক্যাচ দিয়ে আউট হলেন রাসেল। করলেন ১৭ রান।

• আউট...

• মিশ্রাকে এক এভারে জোড়া বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান তুলল কলকাতা।

• ১৬ ওভারে কলকাতা ১৩৬/৫।

• ২৪ বলে কলকাতার দরকার ৫১ রান।

• ১৫ ওভারে কলকাতা ১২৭/৫।

• এই ওভার থেকে কলকাতা তুলল ১৪ রান।

• মিশ্রাকে উথাপ্পার বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

• ৩৪ বলে কলকাতাকে করতে হবে ৬৭ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• রবিন উথাপ্পার হাফ সেঞ্চুরি।

• মিশ্রাকে উথাপ্পার ওভার বাউন্ডারি।

• ১৪ ওভারে কলকাতা ১১৩/৫।

• এই ওভার থেকে এল ১১ রান।

• এসেই ব্রেথওয়েটকে বাউন্ডারি রাসেলের।

• ব্যাট করতে এলেন রাসেল।

• ব্রেথওয়েটের বলে মরিসকে ক্যাচ দিয়ে আউট হলেন সথীশ। করলেন মাত্র ৬ রান।

• আউট...

• ১৩ ওভারে কলকাতা ১০২/৪।

• মিশ্রার ওভারে মাত্র ৩ রানই তুলতে পারল কলকাতা।

• ১২ ওভারে কলকাতা ৯৯/৪।

• ব্যাট করতে এসেছেন রাজাগোপাল সথীশ।

• ব্রেথওয়েটের বলে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে আউট হলেন সূর্য কুমার। করলেন ২১ রান।

• আউট..

• ২০ রানে ব্যাট করছেন সূর্য কুমার ও ৪০ রানে করছেন উথাপ্পা।

• ১১ ওভারে কলকাতা ৯৩/৩।

• ১০ ওভারে কলকাতা ৮৮/৩।

• এই ওভারে কলকাতা তুলল ২২ রান।

• ব্রেথওয়েটের ওভারে সূর্য কুমার যাদবের একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

• ৯ ওভারে কলকাতা ৬৬/৩।

• মরিসের এই ওভার থেকে েল ৭ রান।

• ৮ ওভারে কলকাতা ৫৯/৩।

• ব্যাট করতে এসেছেন সূর্যকুমার যাদব।

• এই ওভারে এল ৮ রান।

• ব্রেথওয়েটের বলে মিশ্রাকে ক্যাচ দিয়ে আউট হলেন ইউসুফ পঠান। করলেন ১০ রান।

• আউট...

• ৭ ওভারে কলকাতা ৫১/২।

• ২০ রানে ব্যাট করছেন রবিন উথাপ্পা। এসেছেন ইউসুফ পঠান।

• ৬ ওভারে কলকাতা ৪৩/২।

• শামির এই ওভারে এল ১০ রান।

• ৫ ওভারে কলকাতা ৩৩/২।

• এই ওভার থেকে এল ৫ রান।

• জাহির খানের বলে এলবিডব্লু হয়ে আউট চাওলা। করলেন ৮ রান।

• আউট...

• ৪ ওভারে কলকাতা ২৮/১।

• মহম্মদ শামির দ্বিতীয় ওভার থেকে এল ৭ রান।

• বল করছেন মহম্মদ শামি।

• উথাপ্পার সঙ্গে বল করতে এলেন পীযুষ চাওলা।

• শুরুতেই গম্ভীরের আউট কেকেআর শিবিরের জন্য বড় ধাক্কা।

• ৩ ওভারে কলকাতা ২১/১।

• জাহির খানের বলে আইয়ারকে ক্যাচ দিয়ে আউট গম্ভীর। করলেন ৬ রান।

• আউট...

• ২ ওভারে কলকাতা ১৩/০।

• বল করতে এসেছেন মহম্মদ শামি।

• ১ ওভারে কলকাতা ৫/০।

• প্রথম ওভার থেকে এল ৫ রান।

• বল করছেন জাহির খান।

• ওপেন করতে এসেছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

• ব্যাটিং শুরু কলকাতা নাইট রাইডার্সের।

রাসেল, যাদবদের বলের দাপট ছিল কিন্তু বড় রানের টার্গেট থেকে বাঁচতে পারল না কলকাতা। ৮ উইকেট হারিয়ে কলকাতার সামনে ১৮৭ রানের টার্গেট রাখল দিল্লি ডেয়ার ডেভিলস। প্রথম ওভারেই রাসেল দিল্লির দুই ওপেনারকে তুলে নেওয়ার পর ভাবা হয়েছিল মানসিকভাবে কিছুটা পিছিয়ে ধাক্কা খাবে দিল্লি। কিন্তু তেমনটা হল না। করুণ নায়ার, স্যাম বিলিংস, ব্রেথওয়েটদের ব্যাটেক দাপটে ১৮৬ রান তুলে ফেলল দিল্লি। কেকেআর-এর ওই দুই বোলার তিনটি করে উইকেট নিলেন। একটি উইকেট নারিনের। দিল্লির হয়ে করুণ নায়ার করেন ৬৮ রান, বিলিংসের সংগ্রহ ৫৪ ও ৩৪ রান করে আউট হন ব্রেথওয়েট।

• ২০ ওভারে দিল্লি ১৮৬/৮।

• রান আউট পন্থ। করলেন মাত্র ৪ রান।

• আবার আউট...

• রাসেলের বলে নারিনকে ক্যাচ দিয়ে আউট ব্রেথওয়েট। করলেন ১১ বলে ৩৪ রান।

• দ্বিতীয় বলেই আউট...

• শেষ ওভারের প্রথম বলেই ব্রেথওয়েটের ছক্কা।

• ১৯ ওভারে দিল্লি ১৭৬/৬।

• এই ওভার থেকে এল ১ উইকেট ও ১৩ রান।

• উমেশ যাদবের বলে ৫৪ রান করে বোল্ড হলেন বিলিংস।

• আউট...

• পরের বলেই বাউন্ডারি।

• যাদবের ওভারে ছক্কা দিয়ে শুরু ব্রেথওয়েটের।

• স্যাম বিলিংসের হাফ সেঞ্চুরি।

• ১৮ ওভারে দিল্লি ১৬৩/৩।

• হগের এই ওভার থেকে এল ১৮ রান।

• এবার হগকে বিলিংসের ছক্কা।

• হগকে ব্রেথওয়েটের ওভার বাউন্ডারি।

• হাফ সেঞ্চুরির সামনে স্যাম বিলিংস।

• ১৭ ওভারে দিল্লি ১৪৫/৫।

• নেমেই উমেশকে ব্রেথওয়েটের জোড়া বাউন্ডারি।

• পরের বলেই আউট মরিস। যাদবের বলে বোল্ড হলেন তিনি। খাতা খুলতে ব্যর্থ তিনি।

• আবার আউট...

• দিল্লি ইনিংসের হার ধরেছিলেন করুণ নায়ার।

• উমেশকে ছক্কা হাঁকিয়েই পরের বলে আউট করুণ নায়ার। ৬৮ রান করে এলবিডব্লু হলেন নায়ার।

• আউট...

• ১৬ ওভারে দিল্লি ১৩১/৩।

• এই ওভারে এল ১১ রান।

• শুরুতে তিন উইকেট হারালেও ক্রিজে জমিয়ে বসেছে দিল্লির ব্যাটসম্যানরা।

• হোল্ডারকে বিলিংসের ওভার বাউন্ডারি।

• ১৫ ওভারে দিল্লি ১২০/৩।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• নারিনের ১ ওভারে ৩টি বাউন্ডারি নায়ারের।

• দ্বিতীয় বলে আবার বাউন্ডারি।

• নারিনের ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি করলেন করুণ নায়ার।

• ১৪ ওভারে দিল্লি ১০৬/৩।

• হোল্ডারের ওভারে চার হাঁকিয়ে শুরু করেছিলেন নায়ার।

• ৪০ রানে ব্যাট করছেন করুণ নায়ার ও ৩৭ রানে ক্রিজে রয়েছে স্যাম বিলিংস।

• ১৩ ওভারে দিল্লি ৯৯/৩।

• ১২ ওভারে দিল্লি ৯২/৩।

• চাওলাকে বিলিংসের জোড়া বাউন্ডারি।

• ১১ ওভারে দিল্লি ৭৭/৩।

• হগের ওভারে ৭ রান।

• ১০ ওভারে দিল্লি ৭০/৩।

• শেষ বলে বাউন্ডারি।

• বল করতে এলেন চাওলা।

• ৯ ওভারে দিল্লি ৬১/৩।

• বল করতে এসেছেন ব্র্যাড হগ।

• ৮ ওভারে দিল্লি ৫৪/৩।

• উমেশ যাদবের ওভার থেকে এল ১১ রান।

• উমেশ যাদবের প্রথম বলেই লেগ বাই ৪।

• ৭ ওভারে দিল্লি ৪৩/৩।

• দিল্লি ডেয়ার ডেভিলসের রান রেট ৬.৪৫।

• বাউন্ডারি হাঁকিয়ে নারিনের দ্বিতীয় ওভার শুরু করলেন করুণ নায়ার।

• করুণ নায়ার ব্যাট করছেন ২৫ রানে। বিলিংস এখনও খাতা খুলতে পারেননি।

• ৬ ওভারে দিল্লি ৩৭/৩।

• করুণ নায়ারের সঙ্গে ব্যাট করতে এলেন স্যাম বিলিংস।

• ৫ ওভারে দিল্লি ৩২/৩।

• নারিনের বলে স্যামসন এলবিডব্লু হয়ে ফিরলেন। করলেন ১৫ রান।

• আউট...

• রানের গতিকে কিছুটা নিয়ন্ত্রণ করলেন নারিন।

• বল করতে এলেন নারিন।

• ৪ ওভারে দিল্লি ৩০/২।

• এই ওভার থেকে এল ৭ রান।

• প্রথমে ধাক্কা খেলেও প্রতি ওভারে একটি, দু’টি করে বাউন্ডারি মেরে রানের গতি ধরে রাখছেন দুই ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও করুণ নায়ার।

• ৩ ওভারে দিল্লি ২৩/২।

• এই ওভারে এল ১০ রান।

• তৃতীয় ওভারের শেষ বলে রাসেলকে বাউন্ডারি হাঁকালেন করুণ নায়ার।

• দুই ওপেনারকে প্রথম ওভারেই তুলে নিয়ে দিল্লিকে বড় ধাক্কা দিল কলকাতা।

• ২ ওভারে দিল্লি ১৩/২।

• হোল্ডারের ওভারে স্যামসনের পর পর বাউন্ডারি। এই ওভার থেকে এল ১১ রান।

• ব্যাট করছেন সঞ্জু স্যামসন ও করুণ নায়ার।

• ১ ওভারে দিল্লি ২/২।

• রাসেলের বলে হগকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে আউট হলেন দে কক।

• প্রথম ওভারেই আন্দ্রে রাসেলের জোড়া উইকেট।

• আবার আউট...

• ব্যাট করতে এলেম সঞ্জু স্যামসন।

• শুরুতেই বড়় ধাক্কা ডেয়ার ডেভিলস শিবিরে।

• শুরুতেই রাসেলের বলে এলবিডব্লু হয়ে প্যাভেলিয়নে ফিরলেন শ্রেয়াস আইয়ার।

• আউট...

• বল করছেন আন্দ্রে রাসেল।

• ব্যাট করতে এসেছেন কুইন্টন দে কুক ও শ্রেয়াস আইয়ার।

• খেলা শুরু।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর দিল্লির ঘরের মাটিতে দিল্লিকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর পালা গৌতম গম্ভীর অ্যান্ড ব্রিগেডের। যদিও ঘরের মাঠ তো গৌতম গম্ভীরেরও। কিন্তু খেলার মাঠের প্রতিযোগিতার আবেগটা অনেকটাই অন্যরকম। সে যতই প্রতিপক্ষ ঘরের দল হোক না কেন গম্ভীর লড়বেন কলকাতার জন্যই। তিনি যে অধিনায়ক। এই মরশুমে পর পর দু’বার হারতে হয়েছে রোহিত শর্মার দলের কাছে। যেটা অবশ্যই কলকাতা দলের জন্য বড় ধাক্কা। দিল্লির বিরুদ্ধেই তাই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুরো দলের। কেকেআর-এর দল থেকে বাদ পড়লেন লিন, সাকিব ও • উনাদকর। দলে ফিরলেন হোল্ডার, হগ ও চাওলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kkr delhi ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE