Advertisement
২৩ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়ন আর রানার্স ম্যাচে আজ মোরাতা বনাম জুভেন্তাসের ডিফেন্স

বছর দশেক আগেও বিশ্ব ফুটবলের দুই দৈত্যের টক্করের ছবিটা ছিল অন্য রকম— স্পেন-ইতালি মানেই যে করে হোক আজুরিদের উতরে যাওয়া। কিন্তু গত দশ বছরে হিসেবটা উল্টে দিয়েছে স্পেন। তার মধ্যে চার বছর আগে ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ গুঁড়িয়ে দেওয়া তো আছেই। যে কোনও দলের জন্যই চার গোলে জয় মানেই দারুণ।

কন্তের ক্লাসে পেল্লে (বাঁ দিকে)। কাসিয়াসের বুকে ফাব্রেগাস। ছবি: এএফপি

কন্তের ক্লাসে পেল্লে (বাঁ দিকে)। কাসিয়াসের বুকে ফাব্রেগাস। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ০৯:২৬
Share: Save:

বছর দশেক আগেও বিশ্ব ফুটবলের দুই দৈত্যের টক্করের ছবিটা ছিল অন্য রকম— স্পেন-ইতালি মানেই যে করে হোক আজুরিদের উতরে যাওয়া। কিন্তু গত দশ বছরে হিসেবটা উল্টে দিয়েছে স্পেন। তার মধ্যে চার বছর আগে ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ গুঁড়িয়ে দেওয়া তো আছেই। যে কোনও দলের জন্যই চার গোলে জয় মানেই দারুণ। আর সেটা যদি ইতালির বিরুদ্ধে হয় তা হলে একটাই বিশেষণ লাগসই। দুর্ধর্ষ।

কারা এগিয়ে

কোনও সন্দেহ নেই ক্রোয়েশিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে ১-২ হার স্পেনকে টুর্নামেন্টের অন্যতম কঠিন দলের সামনে ফেলে দিয়েছে। যারা গ্রুপে বেলজিয়ামের মতো দলকে ২-০ হারিয়ে এটা প্রমাণ করে দিয়েছে বড় ম্যাচে আজুরিরা সব সময় দু’হাত এগিয়ে থাকে। তা ছাড়া চার বছর আগে সেই হারের অপমান স্তাদ দ্য ফ্রাঁস স্টেডিয়ামে সোমবার নামার আগে ইতালিয়ান ফুটবলারদের আরও তাতিয়ে দিতে পারে।

আজুরি মাস্টার প্ল্যান

ইউরোর শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম হলেও এই স্পেন কিন্তু চার বছর আগের স্পেন নয়। যারা সামনে যাই আসুক না কেন বিধ্বংসী ‘পজেশন গেম’-এ উড়িয়ে দিত বিপক্ষকে। দু’বছর আগে বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায় হোক বা এখনও পর্যন্ত ইউরোয় আন্দ্রে ইনিয়েস্তাদের বেদম লড়াই— ইতালির সমর্থকরা আশা করতেই পারেন এই স্পেনকে হারানো যায়। ক্রোয়েশিয়া পারলে ইতালি অবশ্যই পারে। সবচেয়ে বড় ওষুধ একটাই ‘কাউন্টার অ্যাটাকিং’ ট্যাকটিক্স। জুয়ানফ্রান আর ইয়র্দি আলবার পিছনে যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে সেটা ইতালির উইংব্যাকরা কতটা কাজে লাগাতে পারছেন তার উপর অনেককিছু নির্ভর করবে। আর ইতালির সেন্টার মিডফিল্ডে তিন জন দায়িত্ব থাকবেন ‘ডার্টি ওয়ার্কের’। মানে কোনও মতেই স্পেনের বিখ্যাত মিডফিল্ডকে ছন্দে আসতে না দেওয়া।

দাদারা ফিরছেন

আয়ারল্যান্ড ম্যাচে বেঞ্চে থাকলেও এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন জিয়ানলুইগি বুফন। আন্দ্রে বারজাগলি আর জিওর্জিও কিয়েলিনি সেন্ট্রাল ডিফেন্সে যোগ দিতে পারেন লিওনার্দো বোনুচ্চির সঙ্গে। মিডফিল্ডে ড্যানিয়েল ডি’রসি, মার্কো পারোলো আর এমানুয়েল জিয়াকেরিনি। সামনে পেল্লে। বেলজিয়ামের সঙ্গে এই টিমটার একটাই পার্থক্য। উইং ব্যাকে। মাতেও ডারমিয়ান বা মিলানের মাতিয়া দ্য স্কিগলিও বাঁ দিকে আর ডান দিকে আন্তোনিও কান্দ্রেভার জায়গায় নামতে পারেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। চোটের জন্য কান্দ্রেভা স্পেন ম্যাচ থেকে ছিটকে যাওয়ায়। বেলজিয়াম আর সুইডেন ম্যাচে ইতালিকে জেতাতে কান্দ্রেভার অবদান কম ছিল না। তাই স্পেন ম্যাচে তাঁর না থাকাটা ভোগাতে পারে আজুরিদের।

স্প্যানিশ আর্মাডা

ইতালির সম্ভাব্য ৩-৫-৩ ছকের স্প্যানিশ জবাব ৪-৩-৩ থাকার সম্ভাবনাই বেশি। ক্রোয়েশিয়া ম্যাচের দলটাই অপরিবর্তিত থাকবে মনে করা হচ্ছে। স্প্যানিশ আক্রমণের তুরুপের তাস হতে পারেন আলভারো মোরাতা। তাঁর জুভেন্তাসের সতীর্থদের ব্যাকলাইনটাই তো ইতালির মেরুদণ্ড। সেটা ভাঙার মন্ত্র তাঁর কাছে থাকলে স্পেনের সুবিধে। তবে উল্টোটাও হতে পারে, মানে কী করে মোরাতাকে আটকাতে হয় সেটা কিয়েলিনিদের জানা থাকায় সুবিধে হতে পারে ইতালিরও।

উবাচ

আন্তোনিও কন্তে: আমাদের লড়াইটা বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে। এর বেশি আর কী বলতে পারি।

ভিসেন্তে দেল বস্কি: সমালোচনায় আমি অভ্যস্ত। তাই সমালোচনা নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। যাই করি না কেন কিছু না কিছু কথা হবেই।

বাজির দরে

স্পেন ৬/১ ইতালি ৯/১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE