Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোরিনহোর রোষে এ বার কাপেলো

চেলসিকে আবার টেনে তুলতে পারবেন তিনি। সেই আত্মবিশ্বাস আছে। এ ব্যাপারে তিনি দৃঢ়প্রতি়জ্ঞ। তাই ফাবিও কাপেলোর সমালোচনার পাল্টা দিতেও দেরি হল না। তিনি— জোসে মোরিনহো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০৩:১৩
Share: Save:

চেলসিকে আবার টেনে তুলতে পারবেন তিনি। সেই আত্মবিশ্বাস আছে। এ ব্যাপারে তিনি দৃঢ়প্রতি়জ্ঞ। তাই ফাবিও কাপেলোর সমালোচনার পাল্টা দিতেও দেরি হল না। তিনি— জোসে মোরিনহো।

প্রিমিয়ার লিগে চেলসির অবস্থা দেখে ভক্তরা প্রবল আশঙ্কায়। পয়েন্ট তালিকায় গত বারের চ্যাম্পিয়ন দল এখন অবনমনের থেকে মাত্র দু’ধাপ উপরে! প্রথম আট ম্যাচের মধ্যে চেলসি চার ম্যাচে হেরেছে। জয় এসেছে মাত্র দুটি। ৩৭ বছরে ইপিএলের শুরুতেই ‘ব্লুজ’-দের এ রকম দুর্দশা কখনও দেখা যায়নি। মোরিনহোর কোচিং পদ্ধতি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। যার মধ্যে ইতালিয়ান কোচও আছেন।

কাপেলো বলেন, ‘‘মোরিনহোর কোচিংয়ে দু’মরসুমেই চেলসি ফুটবলারদের দম বেরিয়ে গিয়েছে। মাদ্রিদে থাকার সময়ই (রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন) কথাটা শুনেছিলাম। লন্ডনে সেটা নিশ্চিত হলাম।’’ যার জবাবে ‘দ্য স্পেশাল ওয়ান’ কটাক্ষ করেছেন কাপোলোর ‘ইতিহাস’-কে। মোরিনহোর পাল্টা ‘‘চেলসির এখন সময়টা যে খারাপ যাচ্ছে সেই সত্যিটা লুকোনো যাবে না। তবে কাপেলো যা বলেছেন আমি শুনেছি। আমার মনে হয় এ রকম কোচের যা ইতিহাস তাতে শুধু ফুটবল নিয়েই কথা বলা উচিত। সহকর্মীদের কোচিং নিয়ে নয়।’’

রাশিয়ার প্রাক্তন কোচ কাপেলো কিছু দিন আগেই ছাঁটাই হন বেশ কয়েকটি ম্যাচে হতাশাজনক ফল করার পর। মোরিনহো সম্ভবত এই নিয়েই কাপেলোকে বিঁধতে চেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jose Mourinho football Fabio Capello
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE