Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kane Williamson's new record

রেকর্ডে কেন উইলিয়ামসন

জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের ১৪তম সেঞ্চুরিটি সেরে ফেললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর ঢুকে পড়লেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারাদের দলে। করে ফেললেন সব ক’টি টেস্ট খেলিয়ে দলের বিরুদ্ধে সেঞ্চুরি। সেই তালিকায় তিনি ১৩ নম্বরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ১৮:৩৯
Share: Save:

জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের ১৪তম সেঞ্চুরিটি সেরে ফেললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর ঢুকে পড়লেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবির, ব্রায়ান লারাদের দলে। করে ফেললেন সব ক’টি টেস্ট খেলিয়ে দলের বিরুদ্ধে সেঞ্চুরি। সেই তালিকায় তিনি ১৩ নম্বরে। এর আগে এই কৃতিত্ব রয়েছে গ্যারি কার্স্টেন, স্টিভ ওয়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, জাক কালিস ও ইউনিস খান।

দেশের হয়ে ৫০তম টেস্টটি খেলে ফেললেন উইলিয়ামসন। মাত্র ৯১টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে ফেললেন এই কিউই ব্যাটসম্যান। সঙ্গাকারার থেকে ২৩টি ইনিংস কম। সঙ্গাকরা করেছিলেন ১১৪ ইনিংসে। জিম্বাবোয়ের বিরুদ্ধে এটাই অবশ্য উইলিয়ামসনের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর বাইরেও আরও একটি রেকর্ড করে ফেললেন তিনি। সব থেকে কম বয়সী হিসেবে সব দেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করে ফেললেন তিনি। ২০১২ তে টেস্ট অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। গিলক্রিস্টের ২৩৪৯ দিনের রেকর্ডও ভেঙে ফেললেন তিনি। ১৪টি টেস্ট সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের রস টেলরকে ছুঁয়ে ফেললেন তিনি। মার্টির ক্রোর ১৭টি টেস্ট সেঞ্চুরি থেকে তিনটি সেঞ্চুরি পিছনে রয়েছেন তিনি।

আরও খবর

পেরেরার স্পিনে সিরিজ শ্রীলঙ্কার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE