Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আবার আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, ক্রাইস্টচার্চে উইলিয়ামসনের রেকর্ড

আবার ভুল সিদ্ধান্ত আম্পায়ারের। যার ফলে উইলিয়ামসন এলবিডব্লু হয়েও আউট হলেন না। রিভিউ চেয়েছিলেন স্মিথ। তার পরও আউট দেননি আম্পায়ার। কিন্তু পরে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখা যায় আউট ছিলেন কিউই ব্যাটসম্যান।।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২২
Share: Save:

আবার ভুল সিদ্ধান্ত আম্পায়ারের। যার ফলে উইলিয়ামসন এলবিডব্লু হয়েও আউট হলেন না। রিভিউ চেয়েছিলেন স্মিথ। তার পরও আউট দেননি আম্পায়ার। কিন্তু পরে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখা যায় আউট ছিলেন কিউই ব্যাটসম্যান। তখনই মাঠের মধ্যে রাগে ফেঁটে পড়েন স্মিথ।আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পাশাপাশি খারাপ ব্যবহারের জন্যও সমালোচিত হতে হল অস্ট্রেলিয়া অধিনায়ককে। সেই তালিকায় স্মিথের সঙ্গে নাম উঠে এল হ্যাজেলউডেরও। আম্পায়ারের সঙ্গে অভব্য ব্যবহার করলেন তিনিও। সেই ভুল সিদ্ধান্তে ক্রিজে টিকে গিয়ে উইলিয়ামসন করে ফেললেন রেকর্ড।

ক্রাইস্টচার্চ টেস্টে রেকর্ডের পর রেকর্ড হয়েই চলেছে। এবার সেই টেস্টের চতুর্থ দিন ৪০০০ রানে মাইলস্টো ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে এটাই দ্রুততম ৪০০০ রানের ইনিংস। এমন অবস্থায় উইলিয়ামসনের রেকর্ড হল ঠিকই কিন্তু তিনি আউট হলেন ৯৭ রানে। ১৪তম সেঞ্চুরিটা পাওয়া হল না মাত্র তিন রানের জন্য। বোল্ড হলেন জ্যাকসন বার্ডের বলে। যদিও তার আগে ৮৯ ইনিংসে ৪০০০ রানের তালিকায় ঢুকে পড়লেন। এর আগে নিউজিল্যান্ডের এই রেকর্ড ছিল মার্টিন ক্রোর দখলে। তিনি ৯৩টি ইনিংসে ছুঁয়েছিলেন এই মাইলস্টোন। রস টেলর করেছিলেন ৯৪টি ইনিংস খেলে। তবে দ্রুততম ৪০০০ রানের রেকর্ড এখনও ডন ব্র্যাডম্যানেরই দখলে। মাত্র ৪৮ ইনিংসে তিনি এই রান করেছিলেন।

কিন্তু এই রেকর্ডে থেকে গেল একরাশ হতাশা। দলের হার নিশ্চিত। সামনে বিরাট লক্ষ্য। এমন অবস্থায় কেউই দাঁড়াতে পারলেন না ব্যাট হাতে। ৩৩৫ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন দেশের বিদায়ী অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। চতুর্থ দিন থাকল উইলিয়ামসনের নামে।

আরও খবর

বিদায়ী টেস্টে ম্যাকালামের দ্রুততম সেঞ্চুরি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kane williamson 4000 runs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE