Advertisement
২৫ এপ্রিল ২০২৪
কাল বাগান-ম্যাচ বাতিল

ডার্বি খেলাবেন কলকাতার রেফারিই

ভিনরাজ্যের কেউ নন, রবিবার এ মরসুমের প্রথম ডার্বি খেলাবেন কলকাতার রেফারিই। মিনি ডার্বিতে মোহনবাগান হেরে যাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ইস্টবেঙ্গল ড্র করার পর কলকাতা-ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে। তা সত্ত্বেও রবিবারের হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার ব্যাপারে ভিনরাজ্য নয়, কলকাতার ফিফা প্যানেলের রেফারিদের উপরই আস্থা রাখতে চাইছে আইএফএ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:৫২
Share: Save:

ভিনরাজ্যের কেউ নন, রবিবার এ মরসুমের প্রথম ডার্বি খেলাবেন কলকাতার রেফারিই।

মিনি ডার্বিতে মোহনবাগান হেরে যাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ইস্টবেঙ্গল ড্র করার পর কলকাতা-ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে। তা সত্ত্বেও রবিবারের হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার ব্যাপারে ভিনরাজ্য নয়, কলকাতার ফিফা প্যানেলের রেফারিদের উপরই আস্থা রাখতে চাইছে আইএফএ। কলকাতায় ফিফা প্যানেলের রেফারি আছেন একজনই প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। সহকারী প্যানেলের তালিকায় রয়েছেন দু’জন সমর পাল এবং বিপ্লব পোদ্দার। গত বছর সাফল্যের সঙ্গে কলকাতা ডার্বি শেষ করেছিলেন প্রাঞ্জল। শুধু তা-ই নয়, আই লিগে গোয়া-ডার্বি (ডেম্পো-সালগাওকর) ম্যাচও মারগাওতে গিয়ে খেলিয়েছেন সুনামের সঙ্গে। যা খবর, তাতে প্রাঞ্জলের মুখেই ডার্বিতে বাঁশি ওঠার সম্ভাবনা। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এ দিন রেফারি সংস্থার সচিব উদয়ন হালদারের সঙ্গে আলোচনার পরেও অবশ্য মুখ খুলতে চাননি। বললেন, “এখনও সিদ্ধান্ত নিইনি।”

ডার্বির রেফারিং বরাবরই স্পর্শকাতর বিষয়। তাই উৎপলবাবু মুখ খুলতে না চাইলেও মাঠে বিনা টিকিটের দর্শক ঢোকা নিয়ে তিনি অবশ্য চিন্তিত। মোহনবাগান-মহমেডান ম্যাচে সাদা-কালো সমর্থক গ্যালারিতে হাজার দশেক দর্শক ঢুকলেও টিকিট বিক্রি হয়েছে মাত্র ২৪৩টি। জানা গিয়েছে, দর্শক-চাপের মুখে চার নম্বর গেট পুলিশ খুলে দিয়েছিল। সামনে ডার্বি, তাই পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলতে চাননি আইএফএ সচিব। শুধু বললেন, “কেন এমন হল সেটা দেখতে হবে। পুলিশের সঙ্গে আলোচনা করব। রবিবার ডার্বিতে বিনা টিকিটের লোক ঢুকে পড়লে তো আরও সমস্যা। আমাদেরও প্রচুর লোকসান হবে।” সোমবার থেকেই ডার্বির টিকিট বাজারে ছেড়েছে আইএফএ। বুধবার ‘মোবাইল টিকিটিং’ শুরু হচ্ছে। রাস্তায় বেরোচ্ছে টিকিট বিক্রির গাড়ি। এরই মধ্যে বৃহস্পতিবার লিগে মোহনবাগান-সাদার্ন সমিতি ম্যাচ বাতিল করতে বাধ্য হল আইএফএ। ২৬-২৮ অগস্ট একটি রাজনৈতিক দল সল্ট লেক স্টেডিয়াম নিয়ে নেওয়ায় ওই সময়ের মধ্যে সেখানে ম্যাচ করার ঝুঁকি নিতে চাইছেন না কর্তারা। প্রচণ্ড ক্ষুব্ধ বাগান অর্থ-সচিব দেবাশিস দত্ত বললেন, “এত দিন কি আইএফএ জানত না, এ রকম সমস্যা আছে? আমাদের প্রস্তুতিই নষ্ট হয়ে গেল।” এই ম্যাচ না হওয়ায় ডার্বিতে কার্ড সমস্যায় শৌভিক ঘোষকে পাচ্ছে না বাগান। শৌভিক চক্রবর্তী আর ধনচন্দ্রর আবার চোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE