Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি করে পণ্ড হল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শুক্রবার সকাল ছ’টা নাগাদ চট্টগ্রাম উপকূল পার করেছে ঘূর্ণিঝড় গোমেন।

বৃষ্টিভেজা শের এ বাংলা। ছবি: এপি।

বৃষ্টিভেজা শের এ বাংলা। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৭:৫২
Share: Save:

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি করে পণ্ড হল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

শুক্রবার সকাল ছ’টা নাগাদ চট্টগ্রাম উপকূল পার করেছে ঘূর্ণিঝড় গোমেন। আর তার পর থেকেই চট্টগ্রাম-সহ সমগ্র বাংলাদেশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বাদ যায়নি শের এ বাংলা স্টেডিয়ামও। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির দাপট এ দিন এতটাই বেশি ছিল যে, দু’দলের ক্রিকেটাররা কেউ হোটেলের বাইরেই বেরোননি।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৪৬ রান তোলে বাংলাদেশ। মন্থর উইকেটে বেশ ভাল বল করেন স্টেইন-মর্কেলরা। টেস্টে স্টেইনের চারশোতম শিকার হন তামিম ইকবাল। এ দিকে ভাল শুরু করেও ইনিংস টেনে নিয়ে যেতে ব্যর্থ হন মাহমুদুল্লাহ-সাকিবরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE