Advertisement
১৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র ওপেনে শেষ ষোলো থেকেই মহাযুদ্ধ

’বছর আগের ফাইনালের রিপ্লে এ বার আগেই কোনও অঘটন ঘটে না গেলে চতুর্থ রাউন্ডেই হতে চলেছে— জকোভিচ বনাম অ্যান্ডি মারে! দু’মাস আগে মেয়েদের উইম্বলডন ফাইনালের রিপ্লেও আগেভাগে কোনও অঘটন না ঘটলে এ বার নিউইয়র্কে চতুর্থ রাউন্ডে হতে চলেছে কিভিতোভা বনাম বুশার্ড।

ড্র-এর মঞ্চে গত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ছবি: টুইটার

ড্র-এর মঞ্চে গত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০৩:০৬
Share: Save:

দু’বছর আগের ফাইনালের রিপ্লে এ বার আগেই কোনও অঘটন ঘটে না গেলে চতুর্থ রাউন্ডেই হতে চলেছে— জকোভিচ বনাম অ্যান্ডি মারে!

দু’মাস আগে মেয়েদের উইম্বলডন ফাইনালের রিপ্লেও আগেভাগে কোনও অঘটন না ঘটলে এ বার নিউইয়র্কে চতুর্থ রাউন্ডে হতে চলেছে কিভিতোভা বনাম বুশার্ড।

২০১৪ যুক্তরাষ্ট্র ওপেন-এর সিঙ্গলসের ড্র ঘোষিত হতেই হরেক চমকপ্রদ লাইন আপ!

ফ্লাশিং মেডোই এ বার মারেকে দিয়েছে গত ছ’বছরের মধ্যে তাঁর নিকৃষ্টতম বাছাই— ২০১২-র চ্যাম্পিয়ন এ বার আট নম্বর বাছাই। যেখানেই তিনি কিনা জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।

চোটের ধাক্কায় মারের ফর্ম ইদানীং ভাল যাচ্ছে না। তাঁর কোচ হওয়ার জল্পনা যাঁকে নিয়ে সম্প্রতি চলছিল সেই জন ম্যাকেনরো গতকালই নিজের কলাম-এ লিখেছেন, “ফ্লাশিং মিডোতেই মারেকে উঠে দাঁড়াতে হবে। ও মনে রাখুক এই কোর্টটা ওর টেনিসের পক্ষে আদর্শ।” এমিলি মরেসমোর মতো প্রাক্তন তারকা মেয়ে টেনিস প্লেয়ারকে কোচ নিযুক্ত করে মারের খেলায় যে বিশেষ নতুনত্ব আসেনি সেটা এত দিনে প্রমাণিত। শীর্ষ বাছাই জকোভিচ বনাম মারে সম্ভাব্য লড়াইয়ে জয়ীর সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ তৃতীয় বাছাই ওয়ারিঙ্কা।

ওয়ারিঙ্কার কিংবদন্তি দেশোয়ালি ফেডেরার এ বার ইউএস ওপেনে দ্বিতীয় বাছাই। গতবারের চ্যাম্পিয়ন নাদালের চোটজনিত অনুপস্থিতির কারণে। ফেডেরারের আবার চতুর্থ রাউন্ডে সম্ভাব্য লড়াই ‘বেবি ফেড’ হিসেবে পেশাদার সার্কিটে বিখ্যাত দিমিত্রভের সঙ্গে। দিমিত্রভের সেলিব্রিটি প্রেমিকা শারাপোভা মেয়েদের সিঙ্গলসে পঞ্চম বাছাই হওয়ায় চতুর্থ রাউন্ডেই পড়তে চলেছেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপের সামনে। গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস শীর্ষ বাছাই হলেও এ বছর এখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। চতুর্থ রাউন্ডে সেরেনার সম্ভাব্য প্রতিপক্ষতেও চমক! গত রবিবারই সিনসিনাটি ওপেন ফাইনালে যাঁকে হারিয়ে খেতাব পেয়েছেন সেই আনা ইভানোভিচ! আর উইম্বলডন ফাইনালে কিভিতোভার বিরুদ্ধে হারের প্রতিশোধ তোলার সুযোগ নিউইয়র্কে চতুর্থ রাউন্ডেই পেতে পারেন টেনিস সার্কিটের নতুন শারাপোভা-র গ্ল্যামার পাওয়া ইউজেনি বুশার্ড। এ দিকে, সিঙ্গলসের কোয়ালিফাইং রাউন্ডে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন দুই ভারতীয় সদ্য ডেভিস কাপ দলে ফেরা য়ুকি ভামব্রি এবং টিম থেকে বাদ পড়া সনম সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE