Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ইডেনের টুর্নামেন্টে এমসিসিকে আমন্ত্রণ

অক্টোবরের ইডেনে বাংলা বনাম এমসিসি? আশ্চর্য শোনাতে পারে। কিন্তু মঙ্গলবারের পর এমন একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। যেখানে বিশ্বের শতবর্ষ প্রাচীন ক্লাবের টিমকে দেখা যেতে পারে ইডেনে নামতে, দেখা যেতে পারে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিদের সঙ্গে বাইশ গজে মহড়া নিতে! মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে যে টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ জানিয়ে ফেলল সিএবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:০২
Share: Save:

অক্টোবরের ইডেনে বাংলা বনাম এমসিসি?

আশ্চর্য শোনাতে পারে। কিন্তু মঙ্গলবারের পর এমন একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। যেখানে বিশ্বের শতবর্ষ প্রাচীন ক্লাবের টিমকে দেখা যেতে পারে ইডেনে নামতে, দেখা যেতে পারে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিদের সঙ্গে বাইশ গজে মহড়া নিতে! মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে যে টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ জানিয়ে ফেলল সিএবি।

দেড়শো বছর আগে অক্টোবরের শেষ সপ্তাহে ইডেনে প্রথম ক্রিকেট হয়েছিল। সিএবি তাই চাইছে, দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে ঐতিহ্যশালী কোনও ক্লাবকে আনতে। অক্টোবরের শেষ সপ্তাহে একটা টুর্নামেন্ট করতে। শোনা গেল, যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় এমসিসি-সহ বিভিন্ন টিমের সঙ্গে কথাবার্তা বলছেন। সিএবি কর্তাদের মনে হচ্ছে, এমন একটা টুর্নামেন্ট হলে দু’টো লাভ।

প্রথমত, ঘরোয়া ক্রিকেট মরসুম শুরুর আগে লক্ষ্মীরা ভাল রকম ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন। দ্বিতীয়ত, ইডেনে ক্রিকেটের দেড়শো বছরকে ঘিরে উৎসব আরও ঝকঝকে হবে। যে কারণেই বর্ষপ্রাচীন এমসিসি-কে আমন্ত্রণ। অতীতে যে ক্লাবের হয়ে আমন্ত্রণীমূলক ম্যাচ খেলে গিয়েছেন সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা থেকে বিশ্বের দুঁদে সব ক্রিকেটার।

বাংলাকে ধরে চারটে টিম নিয়ে টুর্নামেন্ট করার চেষ্টা হচ্ছে। এমসিসি, বাংলা বাদে আমন্ত্রণ জানানো হয়েছে মুম্বই এবং বাংলাদেশকেও। কিন্তু ওই সময় জিম্বাবোয়ের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ আছে। তাই বাংলাদেশ বোর্ড প্রস্তাব অনুমোদন করলেও প্রথম সারির তারকাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ থাকছে।

অভিনব টুর্নামেন্ট বাদে এ দিনের টুর্নামেন্ট কমিটির বৈঠকে আরও দু’টো প্রস্তাব দেওয়া হল। স্থানীয় ক্রিকেটে এএনঘোষ ট্রফিকে তিন দিনের করার। এবং লিগের সেরা আট দল নিয়ে নয়, ন’টা দল নিয়ে এএনঘোষ ট্রফি করার। শেষাক্ত টিমটা হবে ‘ভিশন ২০২০’-র ক্রিকেটারদের নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE