Advertisement
১৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে নাটকীয় প্রথম দিন

দেশের হয়ে অ্যালিস্টার কুকের সর্বাধিক টেস্ট খেলার নজিরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ২৫৮-৭। কিন্তু সাদামাঠা দেখানো স্কোরের পিছনে অনেক নাটক লুকিয়ে!

মেহদি হাসান। অভিষেকেই পাঁচ উইকেট। ছবি: টুইটার।

মেহদি হাসান। অভিষেকেই পাঁচ উইকেট। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
চট্টগ্রাম শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০৩:৪২
Share: Save:

দেশের হয়ে অ্যালিস্টার কুকের সর্বাধিক টেস্ট খেলার নজিরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ২৫৮-৭। কিন্তু সাদামাঠা দেখানো স্কোরের পিছনে অনেক নাটক লুকিয়ে!

টেস্ট অভিষেকেই বাংলাদেশের টিনএজার অফ স্পিনার মেহদি হাসান মিরাজ পাঁচ উইকেট তোলেন। সারা দিনে ৩৩ ওভার বল করে ৬৪ রান দিয়ে ইংরেজদের সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচ জনকেই ফেরত পাঠান খুলনার মাত্র ১২টা প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন তরুণ। পাঁচ দিন বাদেই যিনি উনিশে পা দেবেন।

তার চেয়েও বোধহয় তাৎপর্যের, পাঁচ দিনের ক্রিকেটের প্রথম দিনের প্রথম সেশনের শুরুতেই বাংলাদেশের স্পিন আক্রমণ শুরু করে দেওয়া! শফিউল ইসলামের প্রথম ওভারের পরে এই টেস্টের দ্বিতীয় ওভারটাই করেন অফ স্পিনার মেহদি। পিচে অসমান বাউন্সের সঙ্গে গোড়া থেকে ভাল টার্নও করায় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম নতুন বলেও সরাসরি স্পিন আক্রমণে চলে যান। সারা দিনে বল করান আট জনকে দিয়ে!

রেকর্ড টেস্টে কুকের টস জেতাটাও নজির! ২০১৫ অক্টোবরের পরে এ দিনই প্রথম এশিয়ার বাইরের দেশের কোনও অধিনায়ক এশিয়ার মাঠে কোনও টেস্টে টস জিতলেন। যদিও ইংল্যান্ড অধিনায়ক চার রানের বেশি পাননি আজ।

ইংল্যান্ডের সর্বোচ্চ রান মইন আলির ৬৮। যাকে ইংরেজ অলরাউন্ডার খেলার শেষে বলেছেন, ‘‘আমার জীবনে খেলা সবচেয়ে কঠিন ৬০ রানের ইনিংস!’’ একটা সময় মাত্র ছ’বলের মধ্যে তিন বার মইনের বিরুদ্ধে এলবিডব্লিউের আবেদনে তিন বারই আউট দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তিন বারই ইংরেজ ব্যাটসম্যান রিভিউ চাইলে ডিআরএস নিয়মে তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে তাঁকে নট আউট ঘোষণা করেন। অভূতপূর্ব ঘটনাগুলি ঘটেছে বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসানের বলে। এ দিনের ২৭ ও ২৯তম ওভারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

england-bangladesh test mehdi hasan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE