Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আমির রওয়ালপিণ্ডিতে

টি-টোয়েন্টির ঘরোয়া লিগে মাঠে ফিরছেন মহম্মদ আমির। গড়াপেটার দায়ে নির্বাসিত পাকিস্তানি পেসার পাকিস্তানের সুপার এইটস টুর্নামেন্টে রওয়ালপিণ্ডির হয়ে খেলবেন বলে জানিয়েছেন রওয়ালপিণ্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। যিনি বলেছেন, ‘‘আইসিসি তো ওকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে।

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১৩:০৬
Share: Save:

টি-টোয়েন্টির ঘরোয়া লিগে মাঠে ফিরছেন মহম্মদ আমির। গড়াপেটার দায়ে নির্বাসিত পাকিস্তানি পেসার পাকিস্তানের সুপার এইটস টুর্নামেন্টে রওয়ালপিণ্ডির হয়ে খেলবেন বলে জানিয়েছেন রওয়ালপিণ্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা। যিনি বলেছেন, ‘‘আইসিসি তো ওকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে। তা ছাড়া ও রাওয়ালপিণ্ডিরই ছেলে। তাই এই জাতীয় টুর্নামেন্টে আমাদের হয়ে খেলতেই পারে।’’ আমিরের আন্তর্জাতিক নির্বাসন শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। তবে তার আগেই ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি। তবে কোনও প্রথম শ্রেণির ম্যাচ এখনও খেলেননি। সুপার এইটসে নামলে নির্বাসনের পর সেটাই হবে তাঁর প্রথম শ্রেণির প্রথম ম্যাচ।


অনলাইন দাবা প্রশিক্ষণ কেন্দ্র চালু হল দুর্গাপুরের বিধাননগরে। দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া শনিবার এই প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন।

দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি ও একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্রটি শুরু হয়েছে।

প্রশিক্ষণ সংস্থার দাবি, রাজ্যে অনলাইন দাবা প্রশিক্ষণ কেন্দ্র এই প্রথম। আপাতত ৫০ জন শিক্ষার্থী নিয়ে কেন্দ্রটি চালু হবে। ছবি: বিকাশ মশান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

t20 mohammad amir cricket pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE