Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাগানে স্পনসরের খোঁজ চলছেই

প্রিমিয়ার ফুটসলে রোনাল্ডিনহো, ফালকাওদের ভারতে আনার ভগীরথ তাঁর সংস্থা। এ বার মোহনবাগান ক্লাবের স্পনসর সমস্যা মেটানোর জন্য চেন্নাইয়ের সেই শিল্পপতি জেভিয়ার ব্রিটোর সঙ্গে কথা বলল মোহনবাগান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০৪:০৬
Share: Save:

প্রিমিয়ার ফুটসলে রোনাল্ডিনহো, ফালকাওদের ভারতে আনার ভগীরথ তাঁর সংস্থা। এ বার মোহনবাগান ক্লাবের স্পনসর সমস্যা মেটানোর জন্য চেন্নাইয়ের সেই শিল্পপতি জেভিয়ার ব্রিটোর সঙ্গে কথা বলল মোহনবাগান। গত দেড় বছর ধরেই স্পনসরের খোঁজ চলছে। আরও দু’তিনটি সংস্থার সঙ্গেও কথা বলেছেন অন্য কর্তারা।

শনিবার দুপুরে রাজারহাটের এক হোটেলে ব্রিটোর সঙ্গে ঘণ্টা দু’য়েক বৈঠক করেন বাগান সচিব অ়ঞ্জন মিত্র। বাগান সচিব যে তাঁকে স্পনসর হওয়ার প্রস্তাব দিয়েছেন চেন্নাইয়ের বিমান ধরতে যাওয়ার আগে তা স্বীকার করে যান ব্রিটো। ‘‘মোহনবাগান দিবসে এসেছিলাম। ঐতিহ্যশালী এই ক্লাবের সমর্থক এবং পরিকাঠামো দেখলাম। ক্লাব সচিব স্পনসর হিসেবে আমার সংস্থাকে চাইছেন। আগামী শুক্রবার ক্লাবের আর্থিক কাগজপত্র খতিয়ে দেখতে একটি প্রতিনিধিদল পাঠাব। তার পরে পরবর্তী পদক্ষেপ।’’

সচিবও বলেন, ‘‘ব্রিটোর প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক। গত বছর ফুটবলারদের বেতন দিতে দেরি হয়েছে কখনও। এ বার যাতে তা না হয়, তার জন্য চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Sponsors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE