Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইউরোপা লিগে ড্র করে মাঠকে দুষলেন মোরিনহো

আন্তোনিও কন্তের চেলসি যদি প্রতিআক্রমণের জন্য বিখ্যাত হয়। তবে জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিখ্যাত হয়ে উঠেছে ড্র করার জন্য।

ক্ষুব্ধ: ইউরোপা লিগে রোস্তভের সঙ্গে ম্যাচ চলাকালীন দলকে নির্দেশ দিচ্ছেন মোরিনহো। ছবি: এএফপি।

ক্ষুব্ধ: ইউরোপা লিগে রোস্তভের সঙ্গে ম্যাচ চলাকালীন দলকে নির্দেশ দিচ্ছেন মোরিনহো। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:১৮
Share: Save:

আন্তোনিও কন্তের চেলসি যদি প্রতিআক্রমণের জন্য বিখ্যাত হয়।

তবে জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিখ্যাত হয়ে উঠেছে ড্র করার জন্য।

বৃহস্পতিবার রাতেও যে রোগ থেকে মুক্তি পেল না ম্যান ইউনাইটেড।

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে এফসি রোস্তভের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় তুলে আনতে পারল না জোসে মোরিনহোর দল। ১-১ ড্র করল। যদিও এই ড্র থেকে একটা অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ পেল রেড ডেভিলরা। দ্বিতীয় লেগে স্কোর গোলশূন্য থাকলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে ম্যান ইউনাইটেড।

রোস্তভের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই শুরু করে ম্যান ইউনাইটেড। হেনরিক মাখিতারিয়ানের গোলে ১-০ এগোয় ম্যান ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বুখারভের গোলে সমতা ফেরায় রোস্তভ। সেখান থেকে আর ম্যাচ জিততে পারেনি মোরিনহোর দল। ম্যাচের আগে আবার খোশমেজাজেই দেখা যায় দ্য স্পেশ্যাল ওয়ানকে। ভিডিওয় ধরা পড়ে দু’দল মাঠে নামার আগে এক খুদে ম্যাসকটকে জড়িয়ে ধরেন মোরিনহো।

আবার ম্যাচ ড্র করার অজুহাতও তৈরি রাখেন দ্য স্পেশ্যাল ওয়ান। যাঁর মতে খারাপ মাঠের জন্যই ম্যান ইউনাইটেড জয় তুলে আনতে পারল না। ‘‘ভাল একটা রেজাল্ট নিয়েই বাড়িতে ফিরছি। মাঠের যা অবস্থা ছিল সেখানে এর থেকে ভাল খেলা অসম্ভব ছিল। তাতেও আমার দল যা খেলেছে আমি সন্তুষ্ট,’’ বলছেন মোরিনহো। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এ রকম মাঠে কিছুই করা যাচ্ছিল না। ভাল পাস খেলা যাচ্ছিল না। যে রকম পরিস্থিতির মধ্য থেকে ড্র তুলে আনল দল, তার প্রশংসা করতেই হবে।’’

চক্রব্যূহ: রোস্তভ রক্ষণে এ ভাবেই আটকে গেলেন ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স।

খারাপ মাঠ থেকে অ্যাওয়ে গোল তুলে আনায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ বাড়ল সেটাই মানছেন মোরিনহো। ‘‘অবশ্যই এই অ্যাওয়ে গোল খুব গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালের অনেক কাছে পৌঁছল দল। আজ যে লড়াই দেখলাম তাতে আমি খুশি। আশা করছি মরসুমের বাকি ম্যাচেও এ রকম লড়াই দেখতে পাব,’’ বলছেন মোরিনহো।

রোস্তভের বিরুদ্ধে ড্রয়ের পর ম্যান ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে চেলসি। রোস্তভের বিরুদ্ধে ম্যাচ খেলার তিন দিনের মধ্যেই স্ট্যামফোর্ড ব্রিজে অপ্রতিরোধ্য চেলসিকে থামানোর ছক কষতে হবে মোরিনহোকে। এফএ কাপ হলেও অবশ্য নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে শক্তিশালী দলই নামাবেন দ্য স্পেশ্যাল ওয়ান। ‘‘গত বারের এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাই শক্তিশালী দলই নামাব। জানি আমার ফুটবলারদের কয়েক দিনের মধ্যে অনেক ম্যাচ খেলতে হচ্ছে। কিন্তু ম্যাচটা চেলসির সঙ্গে,’’ বলছেন ম্যান ইউনাইটেডের পর্তুগিজ ম্যানেজার।

এফএ কাপ মহারণের আগে এখন থেকেই ঠান্ডা যুদ্ধ শুরু করে দিল চেলসি। নিজেদের সরকারি ওয়েবসাইটে মোরিনহোকে কটাক্ষ করে চেলসি পোস্ট করে, অক্টোবর থেকে অপরাজিত থেকেও লিগ টেবলের ছ’নম্বরেই বসে ম্যান ইউনাইটেড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jose Mourinho Europa League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE