Advertisement
১৭ এপ্রিল ২০২৪

অলিম্পিক যাচ্ছেন নির্মলা

অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন নির্মলা শেরন। জাতীয় ইন্টার-স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুক্রবার ৫১.৪৮ সেকেন্ড সময় নিয়ে রিও অলিম্পিকের দরজা খুলে ফেললেন শেরন। যোগ্যতা অর্জন করতে হলে ৫২.২০ সেকেন্টের মধ্যে দৌঁড় শেষ করতে হত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ২৩:০২
Share: Save:

অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন নির্মলা শেরন। জাতীয় ইন্টার-স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুক্রবার ৫১.৪৮ সেকেন্ড সময় নিয়ে রিও অলিম্পিকের দরজা খুলে ফেললেন শেরন। যোগ্যতা অর্জন করতে হলে ৫২.২০ সেকেন্টের মধ্যে দৌঁড় শেষ করতে হত। সেখানে অনেক আগেই সেটা করে ফেলেছিলেন নির্মলা। ৪০০ মিটারে নির্মলা হিটেই ৫২.৩৫ সেকেন্ড সময় করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন। বাজিমাত শুক্রবার। হরিয়ানার মেয়ে এদিন দৌড়ের শুরু থেকেই সেরার লক্ষ্যেই দৌড় শুরু করেছিলেন। শুরু থেকে শেষ তিনিই ছিলেন এক নম্বরে। তাঁকে কেউ পিছনে ফেলতে পারেননি। ৫১.৪৮ সেকেন্ড সময় শেরনের জীবনের সেরা সময় এখনও পর্যন্ত। এর আগে এই প্রতিযোগিতার সেরা সময় ছিল ৫১.৭৩ সেকেন্ড। ২০১৪ সালে সেই রেকর্ড করেছিলেন এম আর পুভাম্মা।

নির্মলার যোগ্যতা অর্জন করার সঙ্গেই ভারত থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এই নিয়ে ২৪ জন অ্যাথলিট রিওর টিকিট কেটে ফেললেন। প্রাক্তন অ্যাথলিট ও কোচ পিটি উষা বলেন, ‘‘প্রতিযোগিতায় দারুণ করেছে ও। আশা করব এই সময় ও ধরে রাখতে পারবে।

আরও খবর

সেরিনা আমার কাছে দুর্দান্ত অ্যাথলিট আর ঠাট্টাবাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sheoran 400mt Athletics Rio Olympics 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE