Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

বোর্ডের মাথায় সৌরভকে চান গাওস্কর

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে তিনি চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি আর কেউ নেন, প্রাক্তন ভারত অধিনায়ক এবং সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেট দল তখন গড়াপেটায় জর্জরিত। বাতিলের খাতায় চলে গিয়েছে অনেক বড় নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল গাওস্কর। ছবি: সংগৃহীত।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুনীল গাওস্কর। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:০৬
Share: Save:

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে তিনি চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি আর কেউ নেন, প্রাক্তন ভারত অধিনায়ক এবং সুনীল গাওস্কর। ভারতীয় ক্রিকেট দল তখন গড়াপেটায় জর্জরিত। বাতিলের খাতায় চলে গিয়েছে অনেক বড় নাম। ঠিক তখনই সেই ভারতীয় দলকে টিম ইন্ডিয়া বানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধসে পড়া একটা টিমকে আবার ফিরিয়ে এনেছিলেন ক্রিকেটের মূলস্রোতে সাফল্যের সঙ্গে। আবার বড় সঙ্কটের সামনে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বারও কী হাল ধরবেন সৌরভ? অনুরাগ ঠাকুর, অজয় শিরকেদের সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাম উঠে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এ বার সেই চিন্তা-ভাবনায় সমর্থন জোগালেন গাওস্কর। বললেন, ‘‘বিসিসিআই-এর রিজার্ভ বে়ঞ্চ কিন্তু খুব শক্তিশালী। যাঁরা ভারতীয় ক্রিকেটে বড় ভূমিকা নিতে পারেন। এই মুহূর্তে যে নামটি আমার মাথায় আসছে সেটি অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।’’

আরও খবর: সৌরভের হাতেই কি বোর্ডে সূর্যোদয়, জল্পনা গোটা ক্রিকেট-ভারতে

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দুর্দশায় রীতিমতো হতাশ গাওস্কর। তাঁর মতে, বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেটের মাথা অনেকটাই নত হয়ে গেল এই ঘটনায়। বলেন, ‘‘বিশ্বের দরবারে বিসিসিআই-র মুখ কালো তো হলই কিন্তু তার মধ্যেই ভারতীয় ক্রিকেট একটা নতুন যুগের সামনে এসে দাঁড়ালো।’’ সৌরভেই কেন বেশি আস্থা রাখছেন তিনি, তা বলতে গিয়ে ১৬ বছর আগের পরিস্থিতিকে মনে করিয়ে দিলেন গাওস্কর। বলেন, ‘‘মনে আছে, ১৯৯৯, ২০০০-এ ভারতীয় ক্রিকেট ম্যাচ গড়াপেটায় রীতিমতো জর্জরিত হয়ে পড়েছিল। সৌরভের হাতে সেই সময় অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল আর ও পুরো দলটাকেই বদলে দিয়েছিল।’’

আরও খবর: ‘সুপ্রিম কোর্ট যদি তাই মনে করে তবে, বেস্ট অব লাক’

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাওস্করও। ‘‘যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেটা অগ্রাহ্য করা উচিত হয়নি বিসিসিআই-এর। এ রকম কোনও সংস্থা নেই যাদের উন্নতির কিছু নেই। কিন্তু এখন ভাল বিষয় হল প্লেয়াররা রাজ্য সংস্থার নির্বাচনে অংশ নিতে পারবে।’’ গাওস্করের মতই আর এক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদও সুপ্রিম কোর্টের বিচারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বিসিসিআই-এর সবটা মেনে চলা উচিত ছিল অনেক আগেই। ওরা লাইন অতিক্রম করে গিয়েছিল। যেটা ওদের করা উচিত হয়নি।’’

ইন্ডিয়ান প্রিমিয়র লিগে গড়াপেটার জন্যই সুপ্রিম কোর্ট লোঢা কমিটি তৈরি করেছিল। লক্ষ্য ছিল বিসিসিআই-এর কাজকর্মের উপর নজর রাখার সঙ্গে সংস্থা চালাতে কিছু নতুন নিয়ম চালু করা বা পরিবর্তন করা। কিন্তু লোঢা কমিটির কোনও মতই মেনে নেয়নি অনুরাগ ঠাকুর পরিচালিত বিসিসিআই। গাওস্কর বলেন, ‘‘প্রতিটি সংস্থার ভাল পরিচালক থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটের সুন্দর ভবিষ্যতের দিকেই আমরা এখন তাকিয়ে। আমাদের কাছে অনেক অর্জুন পুরস্কার প্রাপ্ত প্লেয়ার রয়েছেন। যাঁদের ক্ষমতা রয়েছে সংস্থা চালানোর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Sunil Gavaskar BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE