Advertisement
২৬ এপ্রিল ২০২৪
মাস্টার্সে নেই লিয়েন্ডার

প্রয়াত পার্টনারের নামে নতুন টেনিস টুর্নামেন্ট জয়দীপের

গত বার টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাকে প্রথম বার কলকাতায় এনে আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্ট উপহার দিয়েছিলেন শহরকে। এ বছর মাস্টার্স তো থাকছেই, তার সঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সংযোজিত বড়মাপের টুর্নামেন্ট প্রেমজিত লাল স্মৃতি টেনিস চ্যাম্পিয়নশিপ!

ভারতীয় টেনিসের তিন সেরা পার্টনার। রামনাথন কৃষ্ণন, প্রেমজিত লাল (মাঝে) ও জয়দীপ মুখোপাধ্যায়। ভারত-হংকং ডেভিস কাপ ম্যাচে। ১৯৯৫। -ফাইল চিত্র

ভারতীয় টেনিসের তিন সেরা পার্টনার। রামনাথন কৃষ্ণন, প্রেমজিত লাল (মাঝে) ও জয়দীপ মুখোপাধ্যায়। ভারত-হংকং ডেভিস কাপ ম্যাচে। ১৯৯৫। -ফাইল চিত্র

সুপ্রিয় মুখোপাধ্যায়
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১
Share: Save:

গত বার টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাকে প্রথম বার কলকাতায় এনে আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্ট উপহার দিয়েছিলেন শহরকে। এ বছর মাস্টার্স তো থাকছেই, তার সঙ্গে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সংযোজিত বড়মাপের টুর্নামেন্ট প্রেমজিত লাল স্মৃতি টেনিস চ্যাম্পিয়নশিপ! হবে সল্টলেকে জয়দীপের টেনিস অ্যাকা়ডেমি জামটা-র কোর্টে ডিসেম্বরের ৮ থেকে ১১ তারিখ।

চেষ্টা চলছে তার আশপাশে কলকাতা মাস্টার্সের দ্বিতীয় সংস্করণ করারও। মার্টিনার মতো এ বারও টেনিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা কোনও তারকা হবেন ওই টুর্নামেন্টের মুখ্য আকর্ষণ। কোর্টে সানিয়া মির্জা, মহেশ ভূপতিদের সঙ্গে। তবে এখনই সেই মহাতারকার নাম প্রকাশে সংগঠকেরা সম্পূর্ণ অরাজি। শুধু জানা গেল, যে দু-চারটে বিরাট নাম নিয়ে আলোচনা চলছে তার একটাও নাকি পছন্দ নয় সানিয়ার। যিনি নিজে খেলা ছাড়াও কলকাতা মাস্টার্সের গত বার থেকে আয়োজকদের এক জন। বরং জয়দীপের খেলোয়াড় জীবনে বহু স্মরণীয় ডাবলস ম্যাচের পার্টনার প্রেমজিতের বছর ছয়-সাত আগে অকালমৃত্যু পরবর্তী তাঁর নামাঙ্কিত এ দেশে প্রথম কোনও টেনিস টুর্নামেন্ট ওই জুটির শহরেই আয়োজনের কাজ প্রায় সারা। জানা গেল, ১২ থেকে ১৬ জন প্লেয়ার নিয়ে সিঙ্গলস এবং ৬ থেকে ৮টা জুটি নিয়ে ডাবলস খেলা হবে নক আউট ফর্ম্যাটে। যাতে দেখা যাবে সাম্প্রতিক কালের প্রায় সব ভারতীয় ডেভিসকাপারকে। গত ১২-১৩ বছর কলকাতায় একটাও ডেভিস কাপ না হওয়ায় ভারতীয় তারকাদের নিয়ে এই অভিনব টুর্নামেন্ট শহরের টেনিস-ভক্তদের মধ্যে হয়তো আরও সারা ফেলবে। ইতিমধ্যেই নিজেদের খেলার পাকা কথা সংগঠকদের দিয়েছেন সাকেত মিনেনি, রামকুমার রামনাথন, রোহন বোপান্না, সুমিত নাগল, সনম সিংহ, দ্বিবীজ শরণ, পূরব রাজা এমনকী সোমদেব দেববর্মনও। ফিট থাকলে খেলার কথা য়ুকি ভামব্রি-র। জয়দীপ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহেশ ভূপতিও খেলবেন বলে সংগঠকদের একটা অংশ দাবি করছে। যেমন শোনা যাচ্ছে, ঠিক উল্টো কারণে কলকাতায় হলেও এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা নেই লিয়েন্ডার পেজের! প্রাইজমানি থাকবে ভাল। চ্যাম্পিয়নদের জন্য ট্রফি ছাড়াও নগদ দু’লাখ টাকা। কলকাতা মাস্টার্সের মতো প্রেমজিত লাল স্মৃতি চ্যাম্পিয়নশিপেরও পৃষ্ঠপোষক রাজ্য সরকার, বলে খবর। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের জন্য জামটা-য় অস্থায়ী গ্যালারি তৈরি করে দেবে বিধাননগর পুরসভা। জয়দীপ-রামনাথন ডাবলস জুটির হয়তো বেশি সংখ্যক স্মরণীয় জয় আছে ডেভিস কাপে। কিন্তু জয়দীপ-প্রেমজিত জুটি বললেই টেনিসপ্রেমীদের মনে পড়ে যায় দু’টো অসাধারণ লড়াইয়ের কথা। একটা সত্তরের দশকের গোড়ার দিকে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে কোনর্স-নাসতাসে মহাজুটির বিরুদ্ধে। অন্যটা আন্তঃ জোনাল ডেভিস কাপ ফাইনালে রোমানিয়ার নাসতাসে-টিরিয়াক কিংবদন্তি ডাবলস টিমের সঙ্গে ম্যারাথন পাঁচ সেট লড়ে হার। প্রেমজিতের মৃত্যুর পর তাঁর ভাই অজিত লালের থেকে উপহার হিসেবে পাওয়া প্রয়াত ডাবলস পার্টনারের একটি সুটকেসের মধ্যে তাঁর নানা স্মারক দেখার পরেই জয়দীপের ভাবনা শুরু বন্ধুর নামে বাৎসরিক বড়মাপের কোনও টুর্নামেন্ট করার। মঙ্গলবার জয়দীপ আবেগাপ্লুত ভাবে এহেন স্মৃতিচারণের সঙ্গে আরও বললেন, এত বছর বাদে তাঁর স্বপ্নপূরণ হতে যাচ্ছে! চার দিনের মূল টুর্নামেন্টের পাশাপাশি হয়তো ফাইনালের দিন একটা সেলিব্রিটি টেনিস মিটও হবে। যাতে খেলার জন্য ইতিমধ্যে সংগঠকেরা আমন্ত্রণ জানিয়েছেন রমেশ কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ এমনকী অশীতিপর রামনাথন কৃষ্ণনকেও। এঁদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়, চিত্র পরিচালক সুজিত সরকারের মতো সেলিব্রিটিদেরও ওই প্রদর্শনী টেনিসে নামানোর চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Premjit lal Tennis tournament salk lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE