Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাহানের হাতে আমার চেয়ে বেশি শট, সার্টিফিকেট দ্রাবিড়ের

শ্রীলঙ্কান স্পিনারদের বিরুদ্ধে মোটেই স্বচ্ছন্দ দেখায়নি ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু অজিঙ্ক রাহানের প্রতিজ্ঞা, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্পিন-মিসাইল অনেক ভাল ভাবে সামলাবেন তাঁরা। অন্য দিকে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, টেস্টে পাঁচ নম্বরটাই অজিঙ্ক রাহানের সেরা জায়গা। এ দিন মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থান রয়্যালসের দুই তারকা মুখ।

গুরু-শিষ্য। মঞ্চে হালকা মেজাজে রাহুল দ্রাবিড় এবং অজিঙ্ক রাহানে। শুক্রবার মুম্বইয়ে পিটিআইয়ের ছবি।

গুরু-শিষ্য। মঞ্চে হালকা মেজাজে রাহুল দ্রাবিড় এবং অজিঙ্ক রাহানে। শুক্রবার মুম্বইয়ে পিটিআইয়ের ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৯
Share: Save:

শ্রীলঙ্কান স্পিনারদের বিরুদ্ধে মোটেই স্বচ্ছন্দ দেখায়নি ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু অজিঙ্ক রাহানের প্রতিজ্ঞা, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্পিন-মিসাইল অনেক ভাল ভাবে সামলাবেন তাঁরা। অন্য দিকে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, টেস্টে পাঁচ নম্বরটাই অজিঙ্ক রাহানের সেরা জায়গা।
এ দিন মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থান রয়্যালসের দুই তারকা মুখ। সেখানেই রাহানে বলে দিলেন, ‘‘অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকায় আমরা পেসারদের দারুণ সামলেছি। কিন্তু শ্রীলঙ্কায় স্পিনারদের সামলাতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের চেষ্টা থাকবে স্পিন আরও ভাল করে সামলানোর। আমি নিশ্চিত সেটা আমরা করতে পারব।’’
টেস্ট অধিনায়ক বিরাট কোহলির পাঁচ বোলারের স্ট্র্যাটেজি নিয়ে রাহানে বলেছেন, ‘‘এই অবস্থায় ব্যাটসম্যান হিসেবে আমাদের দায়িত্ব ছিল দ্রুত রান তোলা। যাতে বোলাররা কুড়িটা উইকেট তোলার যথেষ্ট সময় পায়।’’ কলম্বোয় দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে টিমকে জেতানো রাহানে যথেষ্ট ভাল ফিল্ডারও। এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও শ্রীলঙ্কায় তাঁর দখলে চলে আসে। যার জন্য রাহানে কৃতিত্ব দিচ্ছেন দ্রাবিড়কে। ‘‘বিশ্বের অন্যতম সেরা স্লিপ ফিল্ডারের সঙ্গে খেলেছি। ফিল্ডিং কোচের সঙ্গে রোজ পঞ্চাশ-একশোটা ক্যাচ নেওয়ার প্র্যাকটিসও করেছি। স্লিপে ফিল্ডিং করতে গেলে চাই ধৈর্য, স্থিরতা আর অ্যান্টিসিপেশন,’’ মন্তব্য রাহানের।
টেস্টে রাহানের ব্যাটিং স্লট কী হওয়া উচিত, পাঁচ না তিন— এই তর্কে নিজস্ব মতামত রাখলেন দ্রাবিড়। বললেন, ‘‘ও পাঁচ বা চার নম্বরেও খুব ভাল। কারণ ও টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। তা ছাড়া দ্বিতীয় নতুন বলটাও সামলে দিতে পারবে।’’ গলে প্রথম টেস্টে পাঁচে নামা রাহানে পরের দুটো টেস্টেই তিনে খেলেছেন। যে স্ট্র্যাটেজির সমালোচনা করেছিলেন সুনীল গাওস্করও। বলেছিলেন, ‘‘ও এতই চুপচাপ যে কাউকে কিছু বলবে না। যা করতে বলা হবে, সেটা করবে। কারণ ও দ্রাবিড় ঘরানার ক্রিকেটার।’’

রাহানের সঙ্গে দ্রাবিড়ের মিল নিয়ে কর্নাটকী বলেছেন, ‘‘আমি তো একটা মিলই খুঁজে পাই। আমাদের দু’জনকে জাতীয় দলে ঢোকার জন্য চার-পাঁচ বছর অপেক্ষা করে, ঘরোয়া ক্রিকেটে ষাটের উপর গড় নিয়ে প্রচুর রান করে যেতে হয়েছে। তবে অজিঙ্কর হাতে আমার চেয়ে বেশি শট আছে। গত কয়েকটা বিদেশ সফরে ও-ই দেশের সেরা ব্যাটসম্যান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE