Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লোঢা কমিটির সুপারিশ মানল রাজস্থান

বিসিসিআইয়ের বিদ্রোহী অংশের অসহযোগ চললেও লোঢা কমিটির সুপারিশ মেনে নিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। ললিত মোদীর রাজ্যের ক্রিকেট সংস্থার এ দিন জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা টুইট করে জানান আইপিএলের প্রাক্তন সর্বময় কর্তাও।

জয়পুর শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০৩:১৮
Share: Save:

বিসিসিআইয়ের বিদ্রোহী অংশের অসহযোগ চললেও লোঢা কমিটির সুপারিশ মেনে নিল রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। ললিত মোদীর রাজ্যের ক্রিকেট সংস্থার এ দিন জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা টুইট করে জানান আইপিএলের প্রাক্তন সর্বময় কর্তাও।

কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বহিষ্কৃত ছিল আরসিএ। ললিত মোদী যাঁর প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। মাস খানেক আগেই আরসিএ-র কার্যকর কমিটি নাকি ঠিক করেছিল লোঢা কমিটির সমস্ত সুপারিশ মেনে নেওয়া হবে। সেই মতো এ দিন মাহমুদ আবদি-র সভাপতিত্বে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে যায়।

ললিত মোদীর যা নিয়ে টুইট, ‘‘গর্বের সঙ্গে এটা ঘোষণা করছি যে জরুরি ভিত্তিতে ডাকা বৈঠকে কয়েক মাস আগে এগজিকিউটিভ কমিটি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ভিত্তিতে লোঢা কমিটির সব সুপারিশ মেনে নিল আরসিএ।’’

এ দিকে, ফের আসরে নেমে পড়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা আদিত্য বর্মা। এ বার তিনি সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি রাজেন্দ্র মাল লোঢা কমিটির কাছে আবেদন করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার (গেম ডেভেলপমেন্ট) রত্নাকর শেট্টিকে যেন বরখাস্ত করা হয়। এ দিন এই আবেদনের সত্যতা স্বীকার করে মিডিয়ার কাছে আদিত্য বর্মার প্রতিক্রিয়া, ‘‘বিসিসিআইয়ে রত্নাকর শেট্টি থাকলে একটা ভুল বার্তা যাবে। তাই লোঢা কমিটির কাছে আমার আবেদন, এখনই বোর্ডের সিইও-র কাছে নির্দেশ পাঠানো হোক যাতে রত্নাকর শেট্টি বোর্ড থেকে পদত্যাগ করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan Cricket Association Lodha committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE