Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকছেন রাজীব শুক্ল

আইপিএল-এর নিলামে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। তিনি রাজীব শুক্ল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। আইপিএল শুরুর ছ’দিন আগে আজ, বৃহস্পতিবার, বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের নেতৃত্বে গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৮:৫০
Share: Save:

আইপিএল-এর নিলামে তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। তিনি রাজীব শুক্ল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। আইপিএল শুরুর ছ’দিন আগে আজ, বৃহস্পতিবার, বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের নেতৃত্বে গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। অন্যতম সদস্য হিসেবে বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চূড়ান্ত বিভ্রান্তি ছিল রাজীব শুক্লর উপস্থিতি নিয়েও। কী ভূমিকায় থাকবেন বৈঠকে, প্রশ্ন ছিল তা নিয়েও। যাঁকে নিলামেই ঢুকতে দেওয়া হয়নি তিনি কেন বৈঠকে। কিন্তু বৈঠক শেষে সুপ্রিম কোর্ট নির্বাচিত বিসিসিআই-এর পরিচালন কমিটির তরফে চিফ বিনোদ রাই জানিয়ে দেন, রাজীব শুক্লই থাকছেন আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান।

আরও খবর: বিরাটের চোট নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন হজ

৫৭ বছরের রাজীব শুক্ল ২০১৩ পর্যন্ত এই ভূমিকায় থাকার পর নিজেই সরে দাঁড়িয়েছিলেন এই পদ থেকে। কারণ ছিল আইপিএল-এ গড়াপেটা। যদিও ২০১৫তে আবার তিনি ফেরেন একই ভূমিকায়। এ বারও তিনিই থাকলেন। এই বৈঠকে আলোচনার শীর্ষে ছিল ম্যাচ আয়োজন করার জন্য রাজ্য সংস্থাগুলোকে ফান্ড দেওয়া। সেখানে ঠিক হয়েছে, আইপিএল শুরুর আগেই সব রাজ্য সংস্থাকে প্রতি ম্যাচে ৬০ লাখ টাকা করে দেওয়া হবে। এর বাইরে ফ্র্যা়ঞ্চাইজিকে দিতে হবে ৩০ লাখ। যেমন কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুতে সাতটি করে ম্যাচ হবে। তারা কম করে ৪কোটি ২০ লাখ টাকা করে পাবে প্রথম ম্যাচ শুরুর আগেই। তবে বৈঠক শেষে খুশি রাজ্য সংস্থাগুলো। পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও বেশিরভাগই সন্তুষ্ট বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Shukla IPL Governing Council
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE