Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ধোনি-কোহলি নিয়ে টিম ডিরেক্টর

ওদের সম্পর্কে চিড় ধরেছে, এর চেয়ে আজগুবি কথা শুনিনি

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিরাট কোহলি মানিয়ে নিতে পারছেন না? দু’জনের মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে? গত বছর শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে গুঞ্জনের সূত্রপাত। বাংলাদেশে বিপর্যয়ের পরে যে গুঞ্জন রীতিমতো ক্ষুব্ধ গর্জনে পরিণত হয়েছে। দেশের ক্রিকেটমহলে সবচেয়ে আলোচ্য বিষয় একটাই— ধোনি-কোহলি সম্পর্কের তিক্ততাই কি তা হলে টিমের অপ্রত্যাশিত খারাপ পারফরম্যান্সের কারণ?

নয়াদিল্লি
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:৫৯
Share: Save:

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিরাট কোহলি মানিয়ে নিতে পারছেন না? দু’জনের মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে?
গত বছর শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে গুঞ্জনের সূত্রপাত। বাংলাদেশে বিপর্যয়ের পরে যে গুঞ্জন রীতিমতো ক্ষুব্ধ গর্জনে পরিণত হয়েছে। দেশের ক্রিকেটমহলে সবচেয়ে আলোচ্য বিষয় একটাই— ধোনি-কোহলি সম্পর্কের তিক্ততাই কি তা হলে টিমের অপ্রত্যাশিত খারাপ পারফরম্যান্সের কারণ?
কিন্তু যাবতীয় গুঞ্জন, যাবতীয় জল্পনা সদর্পে উড়িয়ে দিলেন রবি শাস্ত্রী স্বয়ং। ভারতীয় টিম ডিরেক্টর কড়া ভাষায় বলে দিলেন, ধোনি-কোহলি সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনা ‘‘বুল**’’!
‘‘এ রকম আজগুবি কথা জীবনে কোনও দিন শুনিনি!’’ বলে শাস্ত্রীয় গর্জন, ‘‘এই টিমটা সৎ ক্রিকেটারদের একটা সমষ্টি। যারা একে অন্যের জন্য খেলায় বিশ্বাস করে। গত বছরের সব ফলাফল দেখে নিন না। ৭০ শতাংশ ম্যাচ তো আমরাই জিতেছি।’’ এ দিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘‘ধোনি আর কোহলি একে অন্যকে কী রকম সম্মান করে, সেটা সবার দেখা উচিত। কোহলি হল তরুণ আর রংচঙে একজন চরিত্র। যার মনে কী চলছে, দেখলেই বোঝা যায়। ও যত সুযোগ পাবে, তত শিখবে। ওর বয়স সবে ছাব্বিশ, আরও দু’একটা বছর অধিনায়কত্বের ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে দিন ওকে।’’ পাশাপাশি ধোনি নিয়েও সমান উচ্ছ্বসিত শাস্ত্রী। ‘‘ধোনি হল সর্বকালের কিংবদন্তি। ও এমন একজন মানুষ যে সব সময় নিজের শর্তে খেলে। ধোনি যে ভাবে টেস্ট ক্রিকেট ছেড়ে দিল, সেটা এর সেরা প্রমাণ। আমি অনেক ক্রিকেটারকেই চিনি যারা একশোটা টেস্ট খেলার জন্য ঝাঁপিয়ে পড়ত।’’

ভারতের হেড কোচ এখনও ঠিক হয়নি। তবে শাস্ত্রী মনে করেন, টিমের সঙ্গে বর্তমান সাপোর্ট স্টাফের সম্পর্ক এতটাই ভাল যে কোচের প্রয়োজন সে ভাবে নেই। তবে তিনি বলেছেন, ‘‘কোচ নিয়োগের ব্যাপারটা বোর্ডের সিদ্ধান্ত। আর এখন টিমের তিনজন কোচ ছাড়াও আমি আছি। এর পর যদি হেড কোচ নিয়োগ হয়, তা হলে সে যেন শুধু নামেই কোচ না হয়। দেখতে হবে যাতে টিমে তার অবদান থাকে।’’ তাঁর নিজের চাকরি নিয়ে শাস্ত্রীর মন্তব্য, ‘‘আমার কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু এর জন্য বিশেষ কৃতজ্ঞতা পাওয়া যায় না! আমাদের দেশ এতটাই স্পর্শকাতর যে, সব সময় জয় চায়। সেটা না হলে পশ্চাৎদেশে পদাঘাতের জন্যও তৈরি থাকতে হয়!’’ সঙ্গে তিনি জানিয়েছেন, টিম ডিরেক্টরের কাজের জন্য মিডিয়া ও ধারাভাষ্যের ভূমিকা ছাড়তে তিনি রাজি।

অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, শিখর ধবন— টিম ইন্ডিয়ার তরুণদের নিয়ে প্রশ্নে শাস্ত্রীর মন্তব্য, ‘‘ওদের সবার মধ্যে প্রচুর প্রতিভা আছে। ওরা সবাই তরুণ, ছাব্বিশ-আঠাশের মধ্যে সবার বয়স। ওদের সেরাটা এখনও আসা বাকি। ওরা কে কত রান করল, শুধু সেটা নয়। তার পাশাপাশি ওদের খেলার স্টাইলটাও আমার দারুণ ভাল লেগেছে। ওরা কেউ পিছিয়ে যায়নি। সবাই বিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়েছে, অস্ট্রেলীয়দেরও যেটা মুগ্ধ করেছে।’’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘বিশেষ করে কোহলি তো দুর্দান্ত ছিল। আমরা অস্ট্রেলিয়ায় যে দুটো টেস্ট হারলাম, তার দুটোতেই ও জেতার জন্য ঝাঁপিয়েছিল। চারটে টেস্টের সব ক’টায় চারশো রান। তার পর বিশ্বকাপেও আমরা ভাল পারফর্ম করেছি।’’

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশ সফরেও টিমের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। পাঁচটা টেস্ট আর ২৫-৩০টা ওয়ান ডে দেখে টিম নিয়ে কী মনে হল? ‘‘লর্ডসে একটা টেস্ট জয়ের পর টানা তিনটে টেস্টে হার। সবাইকে নিজেদের টেনে তুলতে হয়েছিল। আর সেটা ওরা খুব ভাল ভাবে পেরেছে। প্রচণ্ড আগ্রাসী ভাবে টানা আটটা মাস ক্রিকেট খেলে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে হারার পরেও টিমকে বলেছিলাম শেষ ম্যাচ উপভোগ করতে। মনে রাখতে, দুর্দান্ত একটা বছর ওরা কাটিয়েছে। ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ছাড়া সব টিমকে ওরা হারিয়েছে।’’

ভারতীয় পেসারদের নিয়ে ধোনি প্রকাশ্যে অসূয়া দেখিয়েছেন। শাস্ত্রীও বলে দিচ্ছেন, ‘‘আমাদের খেলা আরও উন্নত করতে হলে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। কুড়িটা উইকেট তুলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা যায় না। তবে এখনই আতঙ্কের সময় আসেনি। এখন বিভিন্ন পরিবেশের জন্য আলাদা আলাদা বোলার ঠিক করতে হবে। উপমহাদেশে যেমন অল পেস অ্যাটাক নামানো যাবে না। এখানে স্কিল আর ঠিকঠাক জায়গায় বল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE