Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রোলাঁ গারোয় ইন্দ্রপতন

দু’দিন আগে বলেছিলেন টুর্নামেন্ট যত এগোচ্ছে তত ছন্দে ফিরছেন। ট্রফি জেতার ভাবনাও শুরু করে দিয়েছেন। কিন্তু ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ছন্দটা ধরে রাখতে পারলেন না রজার ফেডেরার! ২১৯টা গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সবচেয়ে শোচনীয় ভাবে হারলেন সুইস কিংবদন্তি। ডেভিস কাপ পার্টনার স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে, ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৪)। ২০০২-র পর এই প্রথম বিপক্ষের একটাও সার্ভ ভাঙতে পারলেন না ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

রোলাঁ গারোয় ফেডেরার। মঙ্গলবার।

রোলাঁ গারোয় ফেডেরার। মঙ্গলবার।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:২৭
Share: Save:

দু’দিন আগে বলেছিলেন টুর্নামেন্ট যত এগোচ্ছে তত ছন্দে ফিরছেন। ট্রফি জেতার ভাবনাও শুরু করে দিয়েছেন। কিন্তু ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ছন্দটা ধরে রাখতে পারলেন না রজার ফেডেরার!
২১৯টা গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সবচেয়ে শোচনীয় ভাবে হারলেন সুইস কিংবদন্তি। ডেভিস কাপ পার্টনার স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে, ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৪)। ২০০২-র পর এই প্রথম বিপক্ষের একটাও সার্ভ ভাঙতে পারলেন না ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক। এই নিয়ে টানা তিন বছর গ্র্যান্ড স্ল্যামে ট্রফিহীন ফেডেরার। শেষ বার খেতাব এসেছে ২০১২ উইম্বলডনে।
স্ট্যান দ্য ম্যান, র‌্যাকেটে স্লোগানটা লেখা থাকে ওয়ারিঙ্কার। তা মঙ্গলবার তিনিই ফরাসি ওপেনের ‘দ্য ম্যান’ হয়ে উঠবেন কে ভেবেছিল! কোর্টে তুমুল হাওয়ার দাপট সামলে প্রথম ফরাসি ওপেন সেমিফাইনাল নিশ্চিত করে ফেললেন অষ্টম বাছাই।

শেষ চারে উঠলেন আনা ইভানোভিচও। তাঁর লড়াই এ বার শারাপোভাকে ছিটকে দেওয়া লুসি সাফারোভার বিরুদ্ধে। চেক তারকা এ দিন হারান গারবিনা মুগুরুজাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roger Federe Stan Wawrkinka French Open French
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE