Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports-news

রোনাল্ডোর হ্যাটট্রিক এবং রেফারির ভুলে সেমিফাইনালে রিয়াল

বায়ার্নের ঘরের মাঠে প্রথম পর্বে ২-১ গোলে জিতে শেষ চারের রাস্তাটা কিছুটা পরিষ্কার করেই রেখেছিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবাওতে তাই রিয়াল সমর্খকরা দলের জয় সম্বন্ধে কিছুটা নিশ্চিত হয়েই এসেছিলেন। হতাশ করেননি রোনাল্ডোরা। তাঁর হ্যাটট্রিকে ভর করে বায়ার্ন বধ সম্পূর্ণ করল রিয়াল।

ম্যাচের সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচের সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১২:৪৭
Share: Save:

বায়ার্নের ঘরের মাঠে প্রথম পর্বে ২-১ গোলে জিতে শেষ চারের রাস্তাটা কিছুটা পরিষ্কার করেই রেখেছিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবাওতে তাই রিয়াল সমর্খকরা দলের জয় সম্বন্ধে কিছুটা নিশ্চিত হয়েই এসেছিলেন। হতাশ করেননি রোনাল্ডোরা। তাঁর হ্যাটট্রিকে ভর করে বায়ার্ন বধ সম্পূর্ণ করল রিয়াল। কিন্তু এই অনবদ্য পারফরম্যান্সে কিছুটা হলেও চোনা ফেলল জঘন্য রেফারিং।

আরও পড়ুন: ফুটবল বসের পরীক্ষা আজ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনবদ্য হেডে গোলের উৎসব তখনও শেষ হয়নি রিয়াল মাদ্রিদ সমর্থকদের। স্কোরবোর্ড দেখাচ্ছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১-১ সমতা ফিরিয়েছে রিয়াল। প্রথম পর্বের ম্যাচে ২-১ জয়ী রিয়াল মাদ্রিদ ভক্তরা তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছেন। ম্যাচ শেষ হতে তখন ১৫ মিনিটও বাকি নেই। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বের্নাবাও। ডিফেন্সের ভুলে রিয়াল অধিনায়ক সের্জিও র‌্যামোসের কেলর নাভাসকে লক্ষ্য করে বাড়ানো শট ততক্ষণে জালে জড়িয়ে গিয়েছে। ঘরের মাঠে ১-২ পিছিয়ে গেল রিয়াল। টক্করটা যখন সেয়ানে সেয়ানে চলছে, ঠিক তখনই রেফারির সেই সিদ্ধান্ত। যা এক মুহূর্তে বদলে দিল ম্যাচের রং। আসেনসিওকে করা একটি বৈধ ট্যাকলের জন্য বায়ার্ন মিডফিল্ডের অন্যতম ভরসা ভিদালকে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখান রেফারি। রেফারিকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকেন বায়ার্ন ফুটবলাররা।


সেই বিতর্কিত মুহূর্ত। দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন ভিদাল।

এর পরে দশ জনের বায়ার্নকে চেপে ধরে রিয়াল। অতিরিক্ত সময়ে পর পর তিন গোল করে রিয়াল। এর মধ্যে দু’গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের একেবারে শেষে দলের চতুর্থ গোলটি করেন আসেনসিও। ৪-২ ফলাফলে ম্যাচ জেতে রিয়াল। দুই পর্ব মিলিয়ে ৬-৩ ফলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করেন রোনাল্ডোরা।

ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE