Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সাক্ষাৎকারে সিআর সেভেন

ইউরো ফাইনাল দেখে যেন ভাববেন না কোচ হতে চাই

পর্তুগাল না রিয়াল মাদ্রিদ, কার হয়ে ট্রফি জেতাটা বেশি আনন্দের? ভাল মরসুম তাঁর কেরিয়ারে আগেও এসেছে, কিন্তু তার মধ্যে এটাই কি সেরা? ফেলে আসা বারো মাস নিয়ে একটি ফুটবল ম্যাগাজিনকে সাক্ষাৎকারে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো....

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৯
Share: Save:

পর্তুগাল না রিয়াল মাদ্রিদ, কার হয়ে ট্রফি জেতাটা বেশি আনন্দের? ভাল মরসুম তাঁর কেরিয়ারে আগেও এসেছে, কিন্তু তার মধ্যে এটাই কি সেরা? ফেলে আসা বারো মাস নিয়ে একটি ফুটবল ম্যাগাজিনকে সাক্ষাৎকারে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো....

প্রসঙ্গ: এটাই কি কেরিয়ারের সেরা মরসুম।

রোনাল্ডো: সম্ভবত। ট্রফির দিক থেকে দেখলে তাই। এ বছরটা স্পেশ্যাল। কারণ পর্তুগালের ইতিহাসে এই প্রথম আমরা এত গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছি (ইউরো)। রিয়াল মাদ্রিদের হয়ে ফের চ্যাম্পিয়ন্স লিগও জিতেছি। আমার সতীর্থদের, পর্তুগালের সাফল্যে জড়িত প্রত্যেককে ধন্যবাদ।

প্রসঙ্গ: আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা ক্লাবের হয়ে সাফল্যের থেকে কতটা আলাদা।

রোনাল্ডো: প্রথম বার যে-কোনও কিছু জেতাটাই স্পেশ্যাল। চ্যাম্পিয়ন্স লিগ তিন বার জিতেছি। তাই স্বপ্ন ছিল পর্তুগালের হয়ে কিছু জেতা। খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। সতীর্থদের কথা ভাবছিলাম। ভাবছিলাম আমার পরিবারের কথা। আমরা সবাই তো পর্তুগালেই জন্মেছি। অন্য রকম লাগছিল তাই। খুব কেঁদেছি। দুঃখ, আবেগ, আনন্দ সব মুহূর্তই এক দিনে এল। তাই আমার কাছে দিনটা স্পেশ্যাল ছিল।

প্রসঙ্গ: ইউরো ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে যাওয়ার পরও প্রায় সহকারী কোচের ভূমিকা নেওয়া।

রোনাল্ডো: মজা করে আবার বলে বসবেন না এটাই আমার ভবিষ্যৎ!

প্রসঙ্গ: সত্যিই কোনও দিন কোচ হওয়ার ইচ্ছে নেই।

রোনাল্ডো: এ ব্যাপারে খুব বেশি ভাবিনি। এই মুহূর্তে জিজ্ঞেস করলে বলব আমি ফুটবল কোচ হতে চাই না। কয়েক বছর পর লোকে বলতে পারে তোমার প্রোফাইল তো কোচ হওয়ার মতো। তবু আমি কোচ হতে চাই না। ব্যাপারটা একটু জটিল। এই মুহূর্তে আমি শুধু ফুটবলে ফোকাস করতে চাই। এটাই আমার প্যাশন। এটা করতেই আমি ভালবাসি। ভবিষ্যতে কী হবে কেউ জানে না। হয়তো ৫-১০ বছরে আমার মত বদলাবে, দারুণ কোচ হয়ে উঠব। দেখা যাক কী হয়!

প্রসঙ্গ: কী ভাবে নতুন মরসুমে নিজেকে মোটিভেট করেন?

রোনাল্ডো: আমার কাছে প্রত্যেক বছর একটা নতুন চ্যালেঞ্জ। অনেকে আমাকে জিজ্ঞেস করে সব কিছু জেতার পরও কী ভাবে নিজেকে মোটিভেট করি। কিন্তু ফুটবল আমার প্যাশন আর এখনও আমি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারছি। মানুষ আমায় দেখতে ভালবাসেন। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সব সময়। নতুন মরসুমও তাই আমার তাছে গত দশ বছরের মতোই একই রকম গুরুত্বপূর্ণ। প্রচুর গোল করতে আর পারফরম্যান্স ধরে রাখতে চাই।

প্রসঙ্গ: বিশ্বকাপ এখনও অধরা।

রোনাল্ডো: ওহ! কাম অন। এই তো সবে আমরা ইউরো জিতলাম। পর্তুগালের ইতিহাসে যা প্রথম। বিশ্বকাপ? সেটাও সম্ভব। ফুটবলে সবই সম্ভব। তার জন্য ইতিবাচক থাকতে হবে। তবে এখন আমরা মুহূর্তটা আরও উপভোগ করতে চাই।

প্রসঙ্গ: গ্রুপ স্টেজ ফর্ম্যাট চালু হওয়ার পর থেকে কোনও টিম টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। রিয়াল পারবে?

রোনাল্ডো: কেন সম্ভব নয়। রিয়াল মাদ্রিদে যারা খেলে তারা এ ভাবেই ভাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Interview Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE