Advertisement
২০ এপ্রিল ২০২৪

ব্যালনের দৌড়ে মেসি-রোনাল্ডো-নেইমার

পর পর টানা আট বার! ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ফের মেসি-রোনাল্ডো। সোমবার ব্যালন ডি’ওর পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের এই দুই তারকা। পুরস্কারমঞ্চে মেসি-রোনাল্ডোকে কড়া টক্কর দিতে অবশ্য রয়েছেন নেইমারও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ২১:২৯
Share: Save:

পর পর টানা আট বার! ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে ফের মেসি-রোনাল্ডো। সোমবার ব্যালন ডি’ওর পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিলেন বিশ্ব ফুটবলের এই দুই তারকা। পুরস্কারমঞ্চে মেসি-রোনাল্ডোকে কড়া টক্কর দিতে অবশ্য রয়েছেন নেইমারও।

মোট ২৩ জনের প্রাথমিক তালিকা ছাপিয়ে এ দিন চূড়ান্ত তালিকায় মনোনয়ন পান এই তিন স্ট্রাইকার। ফিফার বর্ষসেরা ফুটবলার কে হবেন তা জানা যাবে আগামী ১১ জানুয়ারি।

বছর দুয়েক ধরেই রোনাল্ডার কাছে ব্যালন হারাচ্ছেন মেসি। তার আগে অবশ্য টানা চার বার মেসির কাছেই সেরার শিরোপা হারিয়েছেন রোনাল্ডো। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনাল্ডোর এই দ্বিমুখী লড়াইয়ে জোরদার উপস্থিতি রয়েছে ব্রাজিলীয় তারকা নেইমারের। এই প্রথম ব্যালনের দৌড়ে উঠে এসেছেন তিনি। তবে প্রথম বারেই রিয়াল মাদ্রিদের রোনাল্ডা বা বার্সেলোনায় তাঁর সতীর্থ মেসিকে ছাপিয়ে কালো ঘোড়া হয়ে উঠতেই পারেন নেইমার।

জুরিখে একটি জমকালো অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্টের হাত থেকে সেরার শিরোপা কে পাবেন, তা বলে দেবে সময়ই। আপাতত মাঠের বাইরের এই ত্রিমুখী লড়াইয়ে কে জেতেন তার অপেক্ষায় মুখিয়ে ফুটবলবিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ballon d'Or messi ronaldo neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE