Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিন সপ্তাহ মাঠের বাইরে রোনাল্ডো

বিতর্কের সঙ্গে পাল্লা দিয়ে চোটও তাড়া করে বেড়াচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিশ্বকাপে লিওনেল মেসির ‘সোনার বল’ পাওয়া নিয়ে সিআর সেভেনের বিতর্কিত মন্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যেই চোটের জন্য পর্তুগালের প্রথম ইউরো কোয়ালিফায়ার থেকে ছিটকে গেলেন রোনাল্ডো। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে লা লিগা ম্যাচেও রোনাল্ডোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোট সারানোর পর এখন হ্যামস্ট্রিংয়ে সমস্যা রোনাল্ডোর। স্প্যানিশ সুপার কাপে এই চোট লাগে তাঁর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৪ ০৩:১১
Share: Save:

বিতর্কের সঙ্গে পাল্লা দিয়ে চোটও তাড়া করে বেড়াচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিশ্বকাপে লিওনেল মেসির ‘সোনার বল’ পাওয়া নিয়ে সিআর সেভেনের বিতর্কিত মন্তব্যের চব্বিশ ঘণ্টার মধ্যেই চোটের জন্য পর্তুগালের প্রথম ইউরো কোয়ালিফায়ার থেকে ছিটকে গেলেন রোনাল্ডো। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে লা লিগা ম্যাচেও রোনাল্ডোকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোট সারানোর পর এখন হ্যামস্ট্রিংয়ে সমস্যা রোনাল্ডোর। স্প্যানিশ সুপার কাপে এই চোট লাগে তাঁর।

২০১৬ ইউরো কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে নামবে পর্তুগাল ৭ সেপ্টেম্বর। কোচ পাওলো বেন্তো পরিষ্কার বলে দেন, “রোনাল্ডো নিয়মিত মাঠে নামছে বা নামছে না সেটা বড় কথা নয়, আসল ব্যাপার এই মুহূর্তে খেলার মতো ফিটনেস ওর নেই। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি আবার ঘুরিয়ে বলেছেন, “রোনাল্ডোর ফিটনেস ঠিকই আছে তবে আমরা চলতি সপ্তাহে আর পরের আরও দু’সপ্তাহ ওকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য বিশ্রামে রাখছি। তাই রবিবার ও টিমে নেই।”

মাঠে না থাকলেও রোনাল্ডোর উপর থেকে বিতর্কের আলো কিন্তু সরছে না। পর্তুগাল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ বার প্রাক্তন রিয়াল কোচ হোসে মোরিনহোকে বিঁধেছেন রোনাল্ডো। “আমার আর ক্লাবের জন্য খুব কঠিন সময় গিয়েছে যখন মোরিনহো রিয়ালের কোচ ছিলেন। অন্য প্লেয়ারদের সঙ্গেও ঝামেলা লেগেছে সেই সময়। এমনকী সমর্থকরাও বাদ যাননি।” তিন বছর রিয়ালের কোচের দায়িত্বে ছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। সেই সময় রিয়ালের একাধিক তারকার সঙ্গে তাঁর ঝামেলার কথা প্রায়ই প্রকাশ্যে চলে আসায় ২০১২-১৩ মরসুমেই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন পর্তুগিজ কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE