Advertisement
২০ এপ্রিল ২০২৪

সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে সিরিজ নয়, বলে দিচ্ছেন সৌরভ

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক মন্তব্য। আর তাতেই বিস্ময় সৃষ্টি হল ক্রিকেটমহলে। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া প্রবল ভাবে চেয়েছিলেন, ভারত-পাক সিরিজ ফের শুরু করতে। চেয়েছিলেন, ইডেনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ দিয়ে সিরিজ শুরু করতে। কিন্তু নয়াদিল্লিতে সিএবি যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাস পুরোপুরি শেষ না হলে দু’দেশের মধ্যে ক্রিকেট শুরু করা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০৩:২৮
Share: Save:

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক মন্তব্য। আর তাতেই বিস্ময় সৃষ্টি হল ক্রিকেটমহলে।
বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া প্রবল ভাবে চেয়েছিলেন, ভারত-পাক সিরিজ ফের শুরু করতে। চেয়েছিলেন, ইডেনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ দিয়ে সিরিজ শুরু করতে। কিন্তু নয়াদিল্লিতে সিএবি যুগ্ম সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাস পুরোপুরি শেষ না হলে দু’দেশের মধ্যে ক্রিকেট শুরু করা সম্ভব নয়।
‘‘আমার মতে বোর্ড ঠিকই বলেছে যে, খেলা শুরু করতে হলে আগে সন্ত্রাসের পুরোপুরি থামা দরকার। কারণ মানুষ হিসেবে আমরাও চাই সন্ত্রাস সম্পূর্ণ বন্ধ হোক,’’ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলে দেন সৌরভ। চব্বিশ ঘণ্টা আগে ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুরও ঘোষণা করে দেন যে, পঞ্জাবের গুরুদাসপুরে জঙ্গিহানার পর প্রস্তাবিত ভারত-পাক ক্রিকেট সিরিজ সম্ভব নয়। প্রাক্তন ভারত অধিনায়ক যে মন্তব্যে এ দিন সমর্থন দিলেন।
‘‘ভারত-পাকিস্তান সিরিজের ক্ষেত্রে এটা সব সময়ই হয়ে থাকে। এটা ঠিক যে ভারত-পাক সিরিজ অত্যন্ত হাইপ্রোফাইল সিরিজ। বিনোদনটাও প্রচুর। কিন্তু সীমান্তের কাছে থাকা মানুষের দুর্দশাকেও উপেক্ষা করা যায় না। বিশেষ করে গুরুদাসপুরে যা হল,’’ এ দিন আরও বলে দেন সৌরভ। নিজের অধিনায়কত্ব জীবনের ভারত-পাকিস্তান সিরিজের স্মৃতিচারণও উঠে আসে। ‘‘২০০৪ সালে পাকিস্তানে যে সিরিজটায় আমরা গিয়েছিলাম, পনেরো বছর পর সেটা হয়েছিল। ভাগ্য ভাল, সিরিজে আমি অধিনায়ক ছিলাম। সে বারই প্রথম বারের জন্য পাকিস্তানে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ আমরা জিতি,’’ বলে দেন সৌরভ।

এবং নয়াদিল্লির অনুষ্ঠানে শুধু ভারত-পাক সিরিজ নয়, শ্রীসন্ত থেকে ভারতীয় কোচ— সবই উঠে এসেছে। যেখানে সৌরভ পরিষ্কার বলে দিলেন যে, টিম ডিরেক্টর এবং কোচের মধ্যে তফাত তিনি দেখেন না। আর রবি শাস্ত্রীর টিমের সঙ্গে থাকা নিয়ে ঘাঁটাঘাঁটিও তাঁর খুব পছন্দের নয়, তারও ইঙ্গিত দিয়ে রাখলেন।

‘‘এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে ওকে টিম ডিরেক্টর হিসেবে যেতে বলা হয়েছে। বোর্ড সচিব বলেওছেন যে, শ্রীলঙ্কা সফর শেষ হলে বসে দেখা হবে, সত্যিই কোনও কোচ দরকার আছে কি না। কারণ আমাদের টিমে ইতিমধ্যেই যথেষ্ট সাপোর্ট স্টাফ আছে। আর আমার চোখে টিম ডিরেক্টর যা, কোচও তাই,’’ বলে দেন তিনি। সঙ্গে সংযোজন, ‘‘সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণ আর ফিল্ডিং কোচ তো আছে আমাদের। এই মুহূর্তে এর চেয়ে বেশি দরকার নেই। আর রবিকে পূর্ণ দায়িত্ব দিয়ে ঠিকই করেছে বোর্ড। গত বছর ইংল্যান্ডে টিমের সঙ্গে যোগ দিয়েছিল, এক বছর মোটে হয়েছে, তা হলে পূর্ণ দায়িত্ব কেন পাবে না?’’ পাশাপাশি শ্রীসন্ত নিয়ে সৌরভ বলেন, ‘‘আমার মনে হয় আদালত ওকে ছাড়পত্র দিয়েছে। তবে বোর্ড বলেছে যে, ওর উপর থেকে শাস্তি তোলা হবে না। বোর্ড সব প্লেয়ারকেই সুযোগ দেয় কামব্যাকের। নিশ্চয়ই দু’পক্ষে কথা হবে। যদি বোর্ড মনে করে আদালতের ছাড়পত্র যথেষ্ট, তা হলে ওকে নিশ্চয়ই খেলতে দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE