Advertisement
২০ এপ্রিল ২০২৪

এগোলেন সেরেনা, ফেডেরার

ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ওপেনে সহজ জয় পেলেন সেরেনা উইলিয়ামস। মাত্র ৩০ মিনিটে প্রথম রাউন্ডে রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কোকে হারান মার্কিন মহাতারকা। ম্যাচে ৬-০, ২-০ সেরেনা এগিয়ে থাকার সময় পায়ের চোটে সরে দাঁড়ান বিশ্বের ৮৬ নম্বর ভিতালিয়া। এই নিয়ে ২০১১-এ ফাইনালে হারের পর থেকে সেরেনা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে টানা ২২টি ম্যাচ জিতলেন।

এগলেন ফেডেরার। ছবি: ইউএসএ টুডে স্পোর্টস।

এগলেন ফেডেরার। ছবি: ইউএসএ টুডে স্পোর্টস।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৫
Share: Save:

ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ওপেনে সহজ জয় পেলেন সেরেনা উইলিয়ামস। মাত্র ৩০ মিনিটে প্রথম রাউন্ডে রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কোকে হারান মার্কিন মহাতারকা।
ম্যাচে ৬-০, ২-০ সেরেনা এগিয়ে থাকার সময় পায়ের চোটে সরে দাঁড়ান বিশ্বের ৮৬ নম্বর ভিতালিয়া। এই নিয়ে ২০১১-এ ফাইনালে হারের পর থেকে সেরেনা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে টানা ২২টি ম্যাচ জিতলেন। পরে নিজের ফোকাস ধরে রাখার জন্য জার্মান কিংবদন্তির প্রভাবের কথা বলেন সেরেনা, ‘‘ছোটবেলায় স্টেফি, মনিকাদের টেনিস দারুণ উপভোগ করতাম, মানসিক ভাবে দারুণ শক্তিশালী বলে মনে হত তাদের। সেই প্রভাবটা আমার মধ্যেও আছে।’’
সেরেনার পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে উঠলেন পুরুষদের শীর্ষবাছাই নোভাক জকোভিচ, আট নম্বর বাছাই রাফায়েল নাদাল, গত বারের চ্যাম্পিয়ন মারিন চিলিচও। মঙ্গলবার রজার ফেডেরারের প্রথম রাউন্ডে জয়ের পাশাপাশি অঘটন ঘটালেন অবাছাই মার্কিন ডোনাল্ড ইয়ং‌। ছিটকে দিলেন একাদশ বাছাই জাইলস সিমনকে। মেয়েদের সিঙ্গলসেও অঘটন। দুই অবাছাই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো ও চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার। তাঁরা হারান যথাক্রমে ষষ্ঠ বাছাই লুসি সাফারোভা ও ১৪তম বাছাই টিমিয়া বাসিনস্কিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

serena williams federar us open 2015
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE