Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket news

অবসর নিলেন শহিদ আফ্রিদি

তাঁর অবসর ঘিরে জল্পনা চলছিলই। টি২০ বিশ্বকাপে তাঁর ও দলের ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এর সঙ্গেই অবসরের জন্য চাপও আসতে থাকে। কিন্তু অনড় ছিলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৪৩
Share: Save:

তাঁর অবসর ঘিরে জল্পনা চলছিলই। টি২০ বিশ্বকাপে তাঁর ও দলের ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এর সঙ্গেই অবসরের জন্য চাপও আসতে থাকে। কিন্তু অনড় ছিলেন তিনি। এ ভাবে অবসর নেবেন না। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে হল তাঁকে। ২১ বছরের দীর্ঘ কেরিয়ারে বার বার বিতর্কে জরিয়েছেন। আবার নিজের খেলা দিয়ে দেশকে তুলে এনেছেন সাফল্যের শিখরেও। কিন্তু সবাইকে একদিন সরতে হয় সে ভাবে তাঁকেও সরতে হল। বিদায়টা খুব একটা ভাল হল না। ৩৬ বছরের আফ্রিদি ২০১৬ টি২০ বিশ্বকাপে শেষ অধিনায়কত্ব করেছেন দেশের।

আরও পড়ুন: আইপিএল নিলাম: বিক্রি হলেন না ইশান্ত শর্মা

১৯৯৬ থেকে তাঁর ফ্যানের সংখ্যা ক্রমনও মনে রেখেছে সবাই। জীবনের দ্বিতীয় ম্যাচেই এই রেকর্ড করেছিলেন তিনি। তখন তাঁর বয়স সবে ১৭। ক্রমশ হয়ে উঠেছেন দেশের বোলিং অল-রাইন্ডার। অবসরের সময় তাঁর ঝুলিতে থাকল ২৭টি টেস্টে ১১৭৬ রান। সর্বোচ্চ ১৫৬। সঙ্গে ৪৮ উইকেট। খেলেছেন ৩৯৮টি ওয়ান ডে। রান ৮০৬৪। সর্বোচ্চ ১২৪। ৩৯৫টি উইকেট রয়েছে ওয়ান ডেতে। টি২০তে ৯৮টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৪০৫। নিয়েছেন ৯৭টি উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahid Afridi Pakistan Cricketer Retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE