Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অন্তিম যুদ্ধে স্মিথ বনাম কোহালি কি হবে

অস্ট্রেলিয়ার দিক থেকে বলা হচ্ছে, ২০০৫-এর অ্যাসেজের পরে এত বড় ম্যাচ আর আসেনি। বর্ডার বলেছেন, স্মিথ-রা জিতলে সর্বকালের অন্যতম সেরা জয় হবে। ভারত জিতলে তুলনা হবে ২০০১-এর সৌরভদের সেই ঐতিহাসিক জয়ের সঙ্গে।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:৫৩
Share: Save:

• সব যুদ্ধের সেরা যুদ্ধ?

অস্ট্রেলিয়ার দিক থেকে বলা হচ্ছে, ২০০৫-এর অ্যাসেজের পরে এত বড় ম্যাচ আর আসেনি। বর্ডার বলেছেন, স্মিথ-রা জিতলে সর্বকালের অন্যতম সেরা জয় হবে। ভারত জিতলে তুলনা হবে ২০০১-এর সৌরভদের সেই ঐতিহাসিক জয়ের সঙ্গে।

• কোহালি নামবেন?

গোটা দেশ এর উত্তর জানার অপেক্ষায়। ভারত অধিনায়ক নিজে বলে দিয়েছেন, ১০০ শতাংশ ফিট থাকলে তবেই খেলবেন। যদিও ইয়ান চ্যাপেলের মত, ৭০ বা ৮০ শতাংশ ফিট থাকলেও নামা উচিত। সানি বলছেন, দল চাইলে তবেই নামুক।

• স্নায়ুর জোর কার?

কারা সুবিধেজনক অবস্থায়, তা নিয়েও মনস্তাত্ত্বিক যুদ্ধ চলল। স্মিথের দাবি, রাঁচীতে তাঁরা ড্র করে দেওয়ায় ভারত ধাক্কা খেয়েছে। কোহালি বলে গেলেন, ‘‘ওরা প্রথম ইনিংসে সাড়ে চারশো তুলেও ম্যাচটা জিততে পারেনি।’’ ধর্মশালায় স্নায়ুর জোরই বড় ফ্যাক্টর।

• পিচ-রহস্যে দল

দলজিৎ সিংহ ধর্মশালায় পৌঁছনোর পর থেকেই আগুনে পিচের বদলে ন্যাড়া পিচের সম্ভাবনা বাড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়া তাই দুই পেসার ও দুই স্পিনার নিয়েই নামতে পারে। ভারতও তেমনই পাঁচ বোলার না খেলিয়ে ছয় ব্যাটসম্যানেই নামাতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smith vs Kohli Final Battle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE