Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শিবাজির শহরে শিবাজিয়ান্স যুদ্ধ জিততে সনিই বাজি বাগানের

ছত্রপতি শিবাজির শহরে গিয়ে মোহনবাগান কি পারবে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে? জয়ের ধারা ধরে রাখতে? নির্ভীক মরাঠি যোদ্ধার বিশাল মূর্তি, যেটা পুণের স্টেডিয়ামের বাইরেই রয়েছে, সেটা কি আজ বাড়তি উদ্বুদ্ধ করবে সনি-ডাফি-জেজেদের?

টিম হোটেলে অন্য খেলায় সনি নর্ডি। ছবি ফেসবুক

টিম হোটেলে অন্য খেলায় সনি নর্ডি। ছবি ফেসবুক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ০৩:৪৫
Share: Save:

ছত্রপতি শিবাজির শহরে গিয়ে মোহনবাগান কি পারবে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে? জয়ের ধারা ধরে রাখতে?

নির্ভীক মরাঠি যোদ্ধার বিশাল মূর্তি, যেটা পুণের স্টেডিয়ামের বাইরেই রয়েছে, সেটা কি আজ বাড়তি উদ্বুদ্ধ করবে সনি-ডাফি-জেজেদের? নাকি ডিএসকে শিবাজিয়ান্সের ফুটবলাররা, যাঁরা এখনও পর্যন্ত আহামরি পারফরম্যান্স করেননি, চার ম্যাচে পয়েন্ট মাত্র চার। আই লিগের শীর্ষে থাকা টিমের বিরুদ্ধে শিবাজির মতোই প্রতিরোধ গড়ে তুলে জয় ছিনিয়ে আনবেন?

শিবাজিয়ান্স শিবিরে স্বভাবতই সবচেয়ে বড় চিন্তার নাম সনি নর্ডি। যিনি সঞ্জয় সেনের অন্যতম সেরা বাজি এই ম্যাচেও। বাগান প্রাণভোমরাকে আটকানোর অঙ্ক কষতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ কোচ ডাভ রজার্স। সনি অবশ্য ফুরফুরে মেজাজেই আছেন। এ দিন সন্ধেয় হোটেলে বিলিয়ার্ডস খেলেছেন বলে খবর। দু’দিন আগে চেন্নাইয়ের বিরুদ্ধে পেনাল্টি মিসের কথা মনে না রেখে পুণে থেকেও তিন পয়েন্ট দলকে এনে দিতে মুখিয়ে রয়েছেন হাইতি স্ট্রাইকার। তাতেচ্ছেন সতীর্থদের। আবার শিবাজিয়ান্স টিম মিটিংয়ে রজার্স ছাত্রদের বলেছেন, ‘‘মোহনবাগানে অনেক ভাল ভাল ফুটবলার আছে। আমাদের একটু ভুল হলেই বিপদ।’’

লিগ শীর্ষে থাকা দলের বিরুদ্ধে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সতর্ক থাকবে, অস্বাভাবিক নয়। কিন্তু অবাক ঘটনা হল, বাগান কোচ সঞ্জয় সেনও তোতাপাখির মতো তাঁর ফুটবলারদের বুঝিয়ে চলেছেন, আত্মতুষ্টি যেন কোনও ভাবেই না আসে। এ দিন পুণেতে প্র্যাকটিসের পর তিনি চেন্নাই ম্যাচের প্রসঙ্গ টেনে সতর্ক করেছেন, ‘‘লিগের কোনও ম্যাচ সহজ নয়। চেন্নাই ম্যাচেই গোল খেয়ে সমস্যায় পড়েছিলাম। সেটা যেন শিবাজিয়ান্সের সঙ্গে না ঘটে।’’ আনাসের চোট রয়েছে। চেন্নাই ম্যাচেও তিনি খেলেননি। বাকি টিম ফিট রয়েছে বলে জানাচ্ছেন সঞ্জয়।

শিবাজিয়ান্সকে হারালে টানা পাঁচ ম্যাচ জিতবে মোহনবাগান। এর পর এএফসি কাপ খেলতে শ্রীলঙ্কা উড়ে যেতে হবে সনিদের। তার আগে আই লিগে পুরো পনেরো পয়েন্ট তুলে রাখা লক্ষ্য সবুজ-মেরুনের। জেজে যেমন বলেছেন, ‘‘জেতা ছাড়া আমাদের কোনও ভাবনা নেই। না জিতলেই পিছিয়ে পড়ব।’’ আসলে আগের দিনই বেঙ্গালুরুর মতো হেভিওয়েটকে হারিয়ে পয়েন্ট টেবলে দুইয়ে উঠে এসেছে পড়শি ইস্টবেঙ্গল। বাগানের থেকে মাত্র দু’ পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী। দশ পয়েন্ট নিয়ে বাগানের ঘাড়ে নিশ্বাস ফেলছে আইজলও। সুনীল ছেত্রীরা আবার হারলেও খুব বেশি পিছিয়ে প়ড়েনি (৪ ম্যাচে ৯ পয়েন্ট)। তবে এত জটিল হিসেব না কষে জেতা-ই সহজ উপায় বলে মনে করছে সঞ্জয়-ব্রিগেড। বাগান কোচ বলছেন, ‘‘দুটো অ্যাওয়ে ম্যাচ ছয় পয়েন্ট লক্ষ্য ছিল। তিন পেয়েছি। আরও তিন পয়েন্ট পেতে হবে।’’ এখনও পর্যন্ত যা খবর তাতে চার বিদেশি প্রথম একাদশে রেখেই নামতে চাইছে বাগান।

মঙ্গলবার মেরিনার্সের হয়ে গলা ফাটাতে বেশ কয়েকশো সমর্থক আসতে পারেন বালেওয়াড়ি স্টেডিয়াম। পুণের ফ্যান ক্লাবের সদস্যরা ছাড়াও মুম্বই, নাসিক থেকেও সবুজ-মেরুন সমর্থকেরা আসবেন। অফিসের ছুটি নিয়ে মাঠে আসার জন্য সপ্তাহ খানেক আগে থেকেই ফেস বুকে ছড়িয়ে পড়ছে অনুরোধ। আরও একটা সনি-ম্যাজিক দেখার প্রত্যাশায়।

মঙ্গলবারে আই লিগ:
মোহনবাগান : ডিএসকে শিবাজিয়ান্স (পুণে, ৭-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sony Norde Mohun Bagan I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE