Advertisement
২০ এপ্রিল ২০২৪

সারা দিনে ১৫ উইকেট, জমাটি টেস্টে সিমারদের দাপট

তৃতীয় দিনের শেষেই জমজমাট কলম্বো টেস্ট! রবিবার সারা দিনে দু’তরফ মিলিয়ে ১৫টি উইকেট পড়ল। আট মাসের ব্যবধানে টেস্ট আঙিনায় ফিরে ব্যক্তিগত মাইল ফলক গড়লেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে লড়াকু রানও উঠল ভারতের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষে ১১১ রানের লিড চলে এল বিরাট কোহলিদের হাতে। তা সত্ত্বেও স্বস্তিতে মাঠ ছাড়তে পারলেন না কোহলির ছেলেরা। কারণ, মাত্র ৫.২ ওভারেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তাদের তিন ব্যাটসম্যান।

ইশান্তের পাঁচ উইকেট।

ইশান্তের পাঁচ উইকেট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ১৬:০৬
Share: Save:

তৃতীয় দিনের শেষেই জমজমাট কলম্বো টেস্ট! রবিবার সারা দিনে দু’তরফ মিলিয়ে ১৫টি উইকেট পড়ল। আট মাসের ব্যবধানে টেস্ট আঙিনায় ফিরে ব্যক্তিগত মাইল ফলক গড়লেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে লড়াকু রানও উঠল ভারতের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষে ১১১ রানের লিড চলে এল বিরাট কোহলিদের হাতে। তা সত্ত্বেও স্বস্তিতে মাঠ ছাড়তে পারলেন না কোহলির ছেলেরা। কারণ, মাত্র ৫.২ ওভারেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তাদের তিন ব্যাটসম্যান। যার মধ্যে রয়েছেন প্রথম ইনিংসের নায়ক পূজারা। ফলে দিনের শেষে ১৩২ রানের লিড নিয়েও হাতে রয়েছে ৭ উইকেটের পুঁজি। ফলে শ্রীলঙ্কাকে ২০১ রানে অল আউট করে সিরিজ জয়ের যে হাতছানি ছিল কোহলিদের সামনে, তা নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। ম্যাচ এখন যে কোনও পক্ষেই গড়াতে পারে।

এ দিন প্রথম ইনিংসে ৩১২ রান করার পর খেলতে নেমে শ্রীলঙ্কা শিবিরে ধস নামান ভারতীয় সিমাররা। ইশান্ত শর্মা অ্যান্ড কোম্পানির আগুনে বোলিংয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে এক সময় বেশ বেকায়দায় পড়েছিল লঙ্কাবাহিনী। তবে সিমারদের পারফরম্যান্সের থেকেও দিনটি স্মরণীয় হয়ে থাকল আর এক ভারতীয়ের অবিস্মরণীয় কীর্তিতে। শনিবার নিজের সপ্তম শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। সেই সঙ্গে কোহলিবাহিনীর ত্রাতা হয়েও দেখা দিয়েছিলেন। আর এ দিন চতুর্থ ভারতীয় হিসাবে ইনিংসে নিজের ব্যাট ‘ক্যারি’ করলেন পূজারা। এই কীর্তিতে তাঁর আরও তিন রেকর্ডধারী সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ ও রাহুল দ্রাবিড়। এ দিন অপরাজিত ১৪৫ করে মাঠ ছাড়েন পূজারা। ভারতীয় পেস অ্যাটাকের দাপটে ২০১ রানেই আউট হল অ্যাঞ্জেলো ম্যাথেউজের দল। ফলে ভারতের লিড দাঁড়ায় ১১১।

এ দিনের শুরুটা দুর্দান্ত ভাবেই করেন ইশান্ত। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন উমেশ যাদব ও স্টুয়ার্ট বিনি। ইশান্ত একাই পাঁচ উইকেট নিলেন। বিনি ও অমিত মিশ্রের ঝুলিতে উঠল দু’টি করে উইকেট। তবে ইশান্তের পাঁচ উইকেট হলেও ভারতীয়দের মধ্যে দিনের সেরা বোলিং করলেন উমেশ। শ্রীলঙ্কা শিবিরের দু’জন ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্য ভাগ্য সহায় ছিল না। প্রথম টেস্টে শতরান করা দীনেশ চণ্ডীমল এবং সেই সঙ্গে উপুল থরঙ্গা এ দিন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হলেন। থরঙ্গার আবার এটি কামব্যাক টেস্ট। ইনিংসের প্রথম ওভারে তাঁর ক্যাচ পড়লেও থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে নো বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। অন্য দিকে, উইকেটের উপরের বল প্যাডে লাগলেও এলবিডব্লিউ আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। মাত্র সাত রানের মধ্যে তিন উইকেট ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন নুয়ান প্রদীপ ও ধামিকা প্রসাদ জুটি। ইনিংসের দ্বিতীয় বলেই পূজারার দামি উইকেট তুলে নিয়ে চমকপ্রদ শুরু করেন ধামিকা। কে এল রাহুল এবং অজিঙ্ক রাহানেকে পর পর তুলে নিয়ে দিনের শেষ ধাক্কাটা দেন নুয়ান। দিনের শেষে ক্রিজে রয়েছেন কোহলি-রোহিত জুটি। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে যাঁদের চওড়া ব্যাটের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটভক্তরা।

ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ishant cricket India Srilanka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE