Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে লোক টানতে ১০০ টাকারও কমে টিকিট

একশো টাকারও কমে বিশ্বকাপ! ভবিষ্যতের লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখার আকর্ষণ বাড়াতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টিকিটের ন্যূনতম দাম একশো টাকারও কম রাখার সিদ্ধান্ত নিল ফিফা।

যুবভারতীতে ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ডিরেক্টর হাভিয়ার সেপ্পি। —নিজস্ব চিত্র।

যুবভারতীতে ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ডিরেক্টর হাভিয়ার সেপ্পি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০২
Share: Save:

একশো টাকারও কমে বিশ্বকাপ! ভবিষ্যতের লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখার আকর্ষণ বাড়াতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টিকিটের ন্যূনতম দাম একশো টাকারও কম রাখার সিদ্ধান্ত নিল ফিফা।

বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ডিরেক্টর হাভিয়ার সেপ্পি বলেন, ‘‘ভারতে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসছে। দর্শকদের মাঠে টানতেই টিকিটের ন্যূনতম দাম একশো টাকারও কম রাখা হচ্ছে।’’

চব্বিশটি দলকে নিয়ে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ছয়টি শহর— কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, কেরল ও গুয়াহাটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ডি ওয়াই পাটিল এবং গোয়ায় ফতোরদা স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে যুবভারতী সাজিয়ে তোলার কাজ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তকে নিয়ে স্টেডিয়াম পরিদর্শনের পর উচ্ছ্বসিত সেপ্পি বললেন, ‘‘৩১ ডিসেম্বর যুবভারতী ফিফার হাতে তুলে দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। সেটা না হলেও যেভাবে কাজ এগোচ্ছে তাতে আমরা খুশি।’’

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যুবভারতীর মাঠ তৈরি। সম্পূর্ণ স্টেডিয়ামের বাইরে গাড়ি রাখার জায়গায় প্র্যাক্টিস মাঠ তৈরির কাজও। বসানো হয়েছে ফ্লাড লাইট-ও। এই মুহূর্তে চলছে ড্রেসিংরুম ও গ্যালারিতে ‘বাকেট চেয়ার’ বসানোর কাজ। সেপ্পি বললেন, ‘‘নব্বই শতাংশ কাজ শেষ। বর্ষার পরে নতুন রং করা হবে স্টেডিয়ামে। আশা করছি, মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সংস্কার।’’ ২৭ ও ২৮ মার্চ ফের যুবভারতী পরিদর্শনে আসবেন সেপ্পি ও ফিফার অন্যান্য প্রতিনিধিরা।

তবে যুবভারতীতেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন তিনি। বললেন, ‘‘৭ জুলাই স্পষ্ট হয়ে যাবে কোন কোন দেশ যোগ্যতা অর্জন করছে। তারপরেই চূড়ান্ত ক্রীড়াসূচি তৈরি হবে। তাই এখনই বলা সম্ভব নয় ফাইনাল কোথায় হবে।’’ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশাবাদী যুবভারতীতে ফাইনাল হওয়ার ব্যাপারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE