Advertisement
২০ এপ্রিল ২০২৪
Joe Root's Best XI team

জো রুটের বিশ্বসেরা একাদশে ঠাঁই পেলেন দুই ভারতীয়

ক্রিকেটবিশ্ব এই মুহূর্তে যে পাঁচ ব্যাটসম্যানের দিকে তাকিয়ে রয়েছে তার মধ্যে তিনি অন্যতম। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ডের ভরাডুবি হলেও তাঁর ব্যাটে দাপট ছিল যথেষ্টই। তিনি, জো রুট এ বার বেছে নিলেন বিশ্বসেরা একাদশ। রুটের একাদশে ঠাঁই পেয়েছেন দুই ভারতীয়, তিন ইংরেজ, দুই অস্ট্রেলীয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১১:০৪
Share: Save:
০১ ১১
অ্যালিস্টার কুক: রুটের দলের ওপেনার এবং অধিনায়ক। টেস্টে ১১ হাজারের উপর রান রয়েছে কুকের। রয়েছে ৩০টি শতরানও।

অ্যালিস্টার কুক: রুটের দলের ওপেনার এবং অধিনায়ক। টেস্টে ১১ হাজারের উপর রান রয়েছে কুকের। রয়েছে ৩০টি শতরানও।

০২ ১১
মাইকেল ভন: কুকের সঙ্গে ওপেন করবেন ইংল্যেন্ডের প্রাক্তন অধিনায়ক। বছর আটেক আগে অবসর নেওয়া ভন টেস্টে ১৮টি শতরান করেছেন।

মাইকেল ভন: কুকের সঙ্গে ওপেন করবেন ইংল্যেন্ডের প্রাক্তন অধিনায়ক। বছর আটেক আগে অবসর নেওয়া ভন টেস্টে ১৮টি শতরান করেছেন।

০৩ ১১
সচিন তেন্ডুলকর: রুটের দলে তিন নম্বরে নামবেন মাস্টার ব্লাস্টার। ২০০ টেস্টে প্রায় ১৬ হাজার রান করা সচিনের বেশির ভাগ রেকর্ড অবশ্য চার নম্বরে নেমেই।

সচিন তেন্ডুলকর: রুটের দলে তিন নম্বরে নামবেন মাস্টার ব্লাস্টার। ২০০ টেস্টে প্রায় ১৬ হাজার রান করা সচিনের বেশির ভাগ রেকর্ড অবশ্য চার নম্বরে নেমেই।

০৪ ১১
জাক কালিস: চার নম্বরে রয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার জাক কালিস।

জাক কালিস: চার নম্বরে রয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল রাউন্ডার জাক কালিস।

০৫ ১১
বিরাট কোহালি: কালিসের পর নামবেন ভারতের নতুন অধিনায়ক বিরাট। সচিন ছাড়া রুটের দলে তিনিই একমাত্র ভারতীয়।

বিরাট কোহালি: কালিসের পর নামবেন ভারতের নতুন অধিনায়ক বিরাট। সচিন ছাড়া রুটের দলে তিনিই একমাত্র ভারতীয়।

০৬ ১১
এবি ডেভিলিয়ার্স: দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসাবে দলে রয়েছেন এবি। টেস্ট এবং ওয়ানডে দু’ক্ষেত্রেই তাঁর ব্যাটিং গড় ৫০-এর উপরে।

এবি ডেভিলিয়ার্স: দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসাবে দলে রয়েছেন এবি। টেস্ট এবং ওয়ানডে দু’ক্ষেত্রেই তাঁর ব্যাটিং গড় ৫০-এর উপরে।

০৭ ১১
কুমার সঙ্গাকারা: রুটের দলে উইকেট রক্ষকের দায়িত্বে থাকছেন এই শ্রীলঙ্কান লেজেন্ড। ১৩৪ টেস্টে ১২ হাজারের বেশি রান রয়েছে সঙ্গার।

কুমার সঙ্গাকারা: রুটের দলে উইকেট রক্ষকের দায়িত্বে থাকছেন এই শ্রীলঙ্কান লেজেন্ড। ১৩৪ টেস্টে ১২ হাজারের বেশি রান রয়েছে সঙ্গার।

০৮ ১১
অ্যান্ড্রু ফ্লিন্টফ: দলের দ্বিতীয় অল রাউন্ডার। চোট আঘাতে কেরিয়ার মাঝপথে ছেড়ে দিতে হলেও বারবার নিজের ক্লাস দেখিয়েছেন ইংল্যান্ডের এই অল রাউন্ডার।

অ্যান্ড্রু ফ্লিন্টফ: দলের দ্বিতীয় অল রাউন্ডার। চোট আঘাতে কেরিয়ার মাঝপথে ছেড়ে দিতে হলেও বারবার নিজের ক্লাস দেখিয়েছেন ইংল্যান্ডের এই অল রাউন্ডার।

০৯ ১১
শেন ওয়ার্ন: টেস্টে ৭০৮ উইকেট নেওয়া বিশ্বের সর্বকালের সেরা অজি লেগস্পিনার থাকবেন রুটের স্পিন বিভাগের দায়িত্বে।

শেন ওয়ার্ন: টেস্টে ৭০৮ উইকেট নেওয়া বিশ্বের সর্বকালের সেরা অজি লেগস্পিনার থাকবেন রুটের স্পিন বিভাগের দায়িত্বে।

১০ ১১
মিচেল জনসন: বছরখানেক আগে টেস্ট থেকে অবসর নেওয়া এই অজি বাঁহাতি পেসার থাকছেন পেস আক্রমণের দায়িত্বে।

মিচেল জনসন: বছরখানেক আগে টেস্ট থেকে অবসর নেওয়া এই অজি বাঁহাতি পেসার থাকছেন পেস আক্রমণের দায়িত্বে।

১১ ১১
গ্লেন ম্যাকগ্রা: জনসনের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রা।

গ্লেন ম্যাকগ্রা: জনসনের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE