Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শিলিগুড়ির সুপারম্যান

ঋদ্ধির অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বৃহস্পতিবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘পাপালি’কে যাঁরা ছোট থেকে দেখেছেন তাঁরা কে কী বলছেন? ঋদ্ধির শহর শিলিগুড়িতে কান পাতল আনন্দবাজার।ঋদ্ধির অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বৃহস্পতিবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘পাপালি’কে যাঁরা ছোট থেকে দেখেছেন তাঁরা কে কী বলছেন? ঋদ্ধির শহর শিলিগুড়িতে কান পাতল আনন্দবাজার।

জানুয়ারিতে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে ঋদ্ধিমান। —ফাইল চিত্র।

জানুয়ারিতে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে ঋদ্ধিমান। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০৭
Share: Save:

এটা ওর সহজাত। ফিটনেস তুঙ্গে। এ ধরনের ক্যাচ উঠলে ও এ ভাবেই আবার ধরতে পারবে।

জয়ন্ত ভৌমিক | ঋদ্ধিমানের কোচ

আমি ক্যাচটা দেখেছি। অসাধারণ। অনেকেই ফোন করে বলছেন এটাই ওর সেরা ক্যাচ।

প্রশান্ত সাহা | ঋদ্ধিমানের বাবা

ওই ক্যাচের পর ক্যাপ্টেন ওকে যে ভাবে আলিঙ্গন করল তাতেই স্পষ্ট তাঁরা কতটা উচ্ছ্বসিত।

পার্থ গোস্বামী। ঋদ্ধিমানের মামা

উইকেটের পিছনে ধোনির পর এখন ওই দেশের সেরা। ওর ধারে কাছে কেউ নেই।

কামাল হাসান মণ্ডল। রঞ্জি ক্রিকেটার, শিলিগুড়িতে ঋদ্ধিমানের সঙ্গে একই ক্লাবে খেলেছেন

ঋদ্ধির কাছ থেকে এ ধরনের ক্যাচ প্রত্যাশা করি। কারণ ও ওই জাতেরই ক্রিকেটার। সুযোগ পায়নি বলে আগে দেখাতে পারেনি।

অরূপরতন ঘোষ। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব

শরীরকে ভাসিয়ে যে ভাবে ধরেছে তার তুলনা নেই। ও নিজেকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছে সেটাই দেখার।

মনোজ বর্মা। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেটের সহসচিব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha The Superman From Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE