Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Lifestyle News

আবার ডেঙ্গি আতঙ্ক! মশা তাড়ানোর কিছু উপায় জেনে রাখুন

শুধু করপোরেশন বা মিউনিসিপ্যালিটির ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। মশার বাড়বাড়ন্ত রুখতে এগিয়ে আসতে হবে আপনাকে আমাকে সবাইকেই। আর প্রয়োজন ডেঙ্গি জ্বরের মারাত্মক উপসর্গগুলি সম্পর্কে সচেতন থাকা। তাহলেই প্রানহানির আশঙ্কা শূন্যে নামিয়ে আনা যেতে পারে। ভরসা দিলেন পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার স্পেশালিষ্ট ডা পার্থসারথী ভট্টাচার্য। লিখেছেন সুমা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি ভাইরাসের চারটি সেরোটাইপ আছে। এদের প্রত্যেকেরই বাসস্থান মশার শরীরের অন্দরমহল। এই ভাইরাস বহনকারী এডিস ইজিপ্টা মশার বংশ বৃদ্ধি হয় মূলত পরিষ্কার জলে। স্ত্রী মশার শরীরে একবার ডেঙ্গির ভাইরাস প্রবেশ করলে তার পরের প্রজন্মের শরীরেও জীবাণু থেকে যায়। তাই ডেঙ্গি নিশ্চিহ্ণ করতে মশার বংশ ধ্বংস করতেই হবে।

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ১১:১৬
Share: Save:
০১ ০৮
বাড়ির ফুলদানির জমে থাকা জলে মশা ডিম পাড়তে পারে।

বাড়ির ফুলদানির জমে থাকা জলে মশা ডিম পাড়তে পারে।

০২ ০৮
ফ্রিজের জমা জল ফেলে দিন।

ফ্রিজের জমা জল ফেলে দিন।

০৩ ০৮
ফুলের টবে জমা জলেও মশা ডিম পাড়তে পারে।

ফুলের টবে জমা জলেও মশা ডিম পাড়তে পারে।

০৪ ০৮
অনেকেরই বাড়িতে বা বাথরুমে চৌবাচ্চৌচা থাকে। চৌবাচ্চার জলে মশা ডিম পাড়ে।

অনেকেরই বাড়িতে বা বাথরুমে চৌবাচ্চৌচা থাকে। চৌবাচ্চার জলে মশা ডিম পাড়ে।

০৫ ০৮
বৃষ্টির জমা জল ফেলে দিন

বৃষ্টির জমা জল ফেলে দিন

০৬ ০৮
বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরালে ভালো হয়। স্কুল কতৃপক্ষের এব্যাপারে নজর দেওয়া উচিত।

বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরালে ভালো হয়। স্কুল কতৃপক্ষের এব্যাপারে নজর দেওয়া উচিত।

০৭ ০৮
বাড়িতে মশা নিরোধক ধুপ জ্বালিয়ে রাখুন।

বাড়িতে মশা নিরোধক ধুপ জ্বালিয়ে রাখুন।

০৮ ০৮
ডেঙ্গির মশা ভোর বেলা থেকে সকাল ৯ টার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত কামড়ায়। এই সময়টা সতর্ক থাকতে হবে।

ডেঙ্গির মশা ভোর বেলা থেকে সকাল ৯ টার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত কামড়ায়। এই সময়টা সতর্ক থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE