Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পাত্রপাত্রী বাছতে ভুয়ো প্রোফাইল থেকে সাবধান

ছেলে হোক বা মেয়ে, বিয়ে দিতে গিয়ে বাজার চলতি ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইলের পাল্লায় পড়ার অভিযোগ ভুরি ভুরি। প্রতারিত হওয়ার অভিযোগও নতুন কিছু নয়।এই সমস্যার সমাধান করতে কয়েক দিন আগেই এগিয়ে এসেছে এবিপি। ‘পাত্রপাত্রী’ কলাম থেকে এ বার সোজা অনলাইনে হাজির www.abpweddings.com।

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০১:২৪
Share: Save:

পড়াশোনা খতম। মোটামুটি একটা চাকরিও পকেটস্থ। কেরিয়ারের চাপে ঠিকঠাক করে প্রেমটাই করে ওঠা হয়নি। এদিকে বাবা-মা বাড়িতে বিয়ের জন্য ভীষণ তাড়া দিচ্ছেন। অতএব বালিগঞ্জের বুঁচি বোস ঠিক করল এ বার ম্যাট্রিমোনিয়াল সাইটের শরণাপন্ন হবে। যেমন ইচ্ছা তেমন কাজ। বায়ো সায়েন্সের কৃতী ছাত্রী বুঁচি খুঁজে পেতে এক ‘সত্ পাত্র’ পছন্দও করে ফেলল। পাত্র নামী বহুজাতিক সংস্থার কর্মী। প্রোফাইলের ছবি বলছে দেখতেও বেশ হ্যান্ডু। প্রোফাইল দেখে আহ্লাদে আটখানা বাড়িশুদ্ধু সব্বাই। আহা এমন সোনার টুকরো ছেলে কি আর সহজে মেলে? অতএব, একদিন কফি শপে সুপার ডেটের পরিকল্পনাও পাকা। ফোনে সুখবরটা প্রাণের বন্ধু খেন্তি খাস্তগিরকে বলতেই খেন্তি বলল ‘‘সবইতো বুঝলাম, ডেটে যাওয়ার আগে একবার খোঁজ খবর নিয়ে নে।’’ খেন্তির কথায় বুঁচির চিরকালই অগাধ বিশ্বাস। অতএব শুরু হল খোঁজ খবর। আর তার পরেই সব্বার মাথায় হাত। প্রোফাইলে বলা নামী সংস্থার শীর্ষ কর্তা হওয়া দূরে থাক, ওই নামে কারও হদিসই নেই সংস্থার কর্মী তালিকায়। খোঁজাখুঁজি করে জানা গেল, প্রোফাইলটিই ভুয়ো। ওই নাম বা বিবরণের কারও অস্তিত্বই নেই।

এই ঘটনা কিন্তু বিরল নয়। ছেলে হোক বা মেয়ে, বিয়ে দিতে গিয়ে এ ধরনের বাজার চলতি ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইলের পাল্লায় পড়ার অভিযোগ ভুরি ভুরি। প্রতারিত হওয়ার অভিযোগও নতুন কিছু নয়।

এই সমস্যার সমাধান করতে কয়েক দিন আগেই এগিয়ে এসেছে এবিপি। ‘পাত্রপাত্রী’ কলাম থেকে এ বার সোজা অনলাইনে হাজির www.abpweddings.com

আনন্দবাজারের বিশ্বস্ততা ম্যাট্রিমোনিয়াল সাইটের দুনিয়ায় আসার পর থেকেই জনপ্রিয়তার পারদ ঊর্ধমুখী। যেমন পাত্র বা পাত্রী চান, সব মিলবে এখানে। এবং হ্যাঁ, প্রোফাইলে যেমনটা দেখছেন, যতটুকু তথ্য পাচ্ছেন বাস্তবের ব্যক্তিটিও কিন্তু এক্কেবারে তেমনই। অন্তত সে চেষ্টাই করছে www.abpweddings.com। কারণ এখানে প্রোফাইল খুলতে গেলে দরকার আসল পরিচয় পত্র। কিন্তু বাজার চলতি অন্যান্য ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোর থেকে ঠিক কোথায় কোথায় আলাদা এই সাইট? পার্থক্যটা আসলে ছাঁকনিতে। ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা কর্মক্ষেত্রের পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটির মাধ্যমে খোলা যাবে প্রোফাইল। নিজেদের যোগ্যতা সম্পর্কে যত বেশি প্রমাণ দেওয়া যাবে প্রোফাইল ট্রাস্টস্কোরও ততটাই বেশি হবে। এবিপি ওয়েডিংস বিশ্বাস করে ‘আসল পরিচয় সফল পরিণয়’-এ। তবে এই সব তথ্য-প্রমাণ কিন্তু যথেষ্ট গোপনীয়তার সঙ্গেই নিজেদের কাছে রাখবে কর্তৃপক্ষ। টেক-স্যাভি নয়া জেনারেশন এই সাইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও মনপসন্দ পাত্র বা পাত্রীটির সঙ্গে যোগাযোগটা সেরে রাখতে পারবেন।

কীভাবে রেজিস্টার করবেন এই সাইটে

১। www.abpweddings.com-এ লগ ইন করুন।

২। কল করুন ৮১০০ ১০০ ৮০০-তে

৩। অথবা চলে যান বেহালা, টলিগঞ্জ, বাগবাজার, লেকটাউন, সল্টলেক বা বারাসাতের এক্সক্লুসিভ এবিপিওয়েডিং স্টোরে।

৪। যেতে পারেন যে কোনও ওয়ান স্টপ ক্লাসিফায়েড সেন্টারেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE