Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হোয়াটসঅ্যাপে ‘গুড মর্নিং’-এর স্রোত? সমাধান করল গুগল

ওয়েস্টার্ন ডিজিটাল কর্পের একটি সমীক্ষা বলছে, প্রতি তিন জন ভারতীয় গ্রাহকের এক জন মোবাইলে স্পেস সংক্রান্ত সমস্যায় ভোগেন। সেখানে আমেরিকায় এই সমস্যায় ভোগেন ১০ জনে এক জন গ্রাহক।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ১৪:৫৫
Share: Save:

রোজ সকালে কতগুলো ‘গুড মর্নিং’ মেসেজ পান আপনি? ‘সুপ্রভাত’-এর গুঁতোয় কি ভরে যাচ্ছে আপনার মোবাইলের মেমরি? দৈনিক এই ‘যন্ত্রণা’ থেকে মুক্তি দিতে অবশেষে এগিয়ে এল গুগল। নিয়ে এল এক বিশেষ অ্যাপ। গুগলের দাবি, এর সাহায্যে সহজেই মুছে ফেলা যাবে এই ধরনের মেসেজ।

ওয়েস্টার্ন ডিজিটাল কর্পের একটি সমীক্ষা বলছে, প্রতি তিন জন ভারতীয় গ্রাহকের এক জন মোবাইলে স্পেস সংক্রান্ত সমস্যায় ভোগেন। সেখানে আমেরিকায় এই সমস্যায় ভোগেন ১০ জনে এক জন গ্রাহক। এই সমস্যা কেন হচ্ছে তা বোঝার চেষ্টা করতে গিয়ে গুগলের ইঞ্জিনিয়াররা দেখেন, ‘গুড মর্নিং’ মেসেজের বাড়বাড়ন্তে মেমরি শেষ হচ্ছে ভারতীয় মোবাইলের।

বাজফিডের একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের তরুণ প্রজন্মের মধ্যে হোয়াটসঅ্যাপ ছাড়াও ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট খুবই প্রচলিত। কিন্তু মধ্যবয়সী এবং প্রবীণদের মধ্যে সোশ্যাল মিডিয়া মানে শুধুই হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমেই ছবি থেকে শুভেচ্ছাবার্তা বিনিময় হয় সবচেয়ে বেশি। আর এই শুভেচ্ছাবার্তাগুলির মধ্যে সবচেয়ে বেশি ‘গুড মর্নিং’।

আরও পড়ুন: এ বার লেনদেনও করা যাবে হোয়াটস‌্অ্যাপে!

এই সমস্যার সমাধানে একটি অ্যাপ এনেছে গুগল। সংস্থা সূত্রের খবর, গত মাসে দিল্লিতে ফাইলস গো নামের এই অ্যাপ আনার পর এখনও পর্যন্ত এক কোটি বার তা ডাউনলোড হয়েছে।

কী ভাবে কাজ করে এই অ্যাপ? নিজের বিশাল ডেটাবেস এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মোবাইলের সমস্ত ‘গুড মর্নিং’ মেসেজ এক জায়গায় নিয়ে আসে এই অ্যাপ। আর তারপর তা মোবাইল ব্যবহারকারীর সম্মতিতে ডিলিট করে। ওয়াল স্ট্রিট জার্নালকে গুগলের প্রোডাক্ট ম্যানেজার জস উডওয়ার্ড বলেন, “এই ধরনের মেসেজগুলি খুঁজে পাওয়া খুবই কষ্টকর ছিল। বিশেষ করে সবাই যখন আপনাকে একই রকম ভাবে ‘গুড মর্নিং’ জানায় না। একেবারে প্রথম দিকে বাচ্চাদের টি শার্টে ‘গুড মর্নিং’ লেখা মেসেজ পাঠানো হত। এখন এই ভাবে আর পাঠানো হয় না।”

তবে শুধু ‘গুড মর্নিং’ মেসেজই নয়, অব্যবহৃত অ্যাপ, বড় ফাইলও মুছে ফেলতে উইজারকে সাহায্য করে এই অ্যাপ। গুগলের দাবি, এই ভাবে দিনে গড়ে এক জিবি পর্যন্ত ডেটা মুছে ফেলা সম্ভব হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE