Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কাটা ছেঁড়া থেকে ক্যানসার, খেয়াল রাখে হলুদ

কাঁচা হলুদের গুণের কথা ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি আমরা। কেটে, ছড়ে গেলে কাঁচা হলুদের প্রলেপ লাগিয়ে দিতেন মা, দিদিমারা। সর্দি, কাশি, জ্বর হলে খাওয়ানো হতো হলুদ গোলা দুধ।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ১৩:৪৪
Share: Save:

কাঁচা হলুদের গুণের কথা ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি আমরা। কেটে, ছড়ে গেলে কাঁচা হলুদের প্রলেপ লাগিয়ে দিতেন মা, দিদিমারা। সর্দি, কাশি, জ্বর হলে খাওয়ানো হতো হলুদ গোলা দুধ। বিয়ের আগে কনের উজ্জ্বল বর্ণ ধরে রাখতেও মাখানো হয় হলুদ। এগুলো ছাড়াও স্বাস্থ্যের আরও অনেক খেয়াল রাখে কাঁচা হলুদ। জেনে নিন কী ভাবে যত্ন নেয় হলুদ।

১। কাঁটা ছেঁড়া- কাঁচা হলুদের অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কথা আমরা ছোট থেকেই জানি। ক্ষত স্থানে কাঁচা হলুদ লাগালে ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায়।

২। রোগ প্রতিরোধক- কাঁচা হলুদের মধ্যে লাইপোপলিস্যাকারাইড থাকার কারণে তা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে সর্দি, কাশির উপশমে দারুণ কাজ করে কাঁচা হলুদ।

৩। বাত- ব্যথা উপশমে, ফোলা কমাতেও দারুণ উপকারী কাঁচা হলুদ। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণের কারণে বাতের ব্যথায় রক্ত সঞ্চালন বাড়িয়ে আরাম দেয় কাঁচা হলুদ।

৪। ডায়াবেটিস- রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে কাঁচা হলুদ। তাই টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে হলুদ।

৫। কোলেস্টেরল- রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কাঁচা হলুদ। ফলে প্রতি দিনের ডায়েটে হলুদ থাকলে হার্টের সমস্যা দূরে রাখা যায়।

৬। ওজন- ডায়েটারি ফ্যাট কমাতে সাহায্য করে গুঁড়ো হলুদ। তাই প্রতি বার খাবারের সঙ্গে এক চামচ করে হলুদ খেলে বা এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

৭। অ্যালজাইমার্স- মস্তিষ্কের কিছু অংশ ফুলে ওঠার কারণে কগনিটিভ ডিজঅর্ডার, অ্যালজাইমার্সের প্রকোপ দেখা যায়। এই ফোলা কমিয়ে অ্যালজার্মার্স মোকাবিলায় সাহায্য করে কাঁচা হলুদ।

৮। হজম ক্ষমতা- কোলাইটিস থেকে শুরু করে পেটের এবং হজমের যে কোনও রকম অসুখে অসাধারণ কাজ করে কাঁচা হলুদ। তবে গল ব্লাডারে সমস্যা থাকলে রোজ হলুদ খাওয়া উচিত্ নয়। এতে পরিস্থিতি আরো খারাপ হয়।

৯। লিভার- হলুদকে বলা হয় ন্যাচারাল লিভার ডিটক্সিফায়ার। হলুদ খেলে শরীরে যে উৎসেচকগুলো তৈরি হয় তা শরীরে টক্সিনের মাত্রা কম রাখতে সাহায্য করে।

১০। ক্যানসার- প্রস্টেট ক্যানসার রুখতেও সাহায্য করে কাঁচা হলুদ। ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে ডায়েটে রাখুন হলুদ।

পড়ুন ক্যানসার থেকে বেঁচে ফিরে যুবরাজ সিংহ কী বলছেন- জিতব এবার বিবাহিত জীবনেও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE