Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Lifestyle News

লাল আপেল হলুদ, আর হলুদ সিগন্যাল গোলাপি ‘তাঁদের’ চোখে!

সকালবেলার নরম আকাশে নবজাতক সূর্যের যেন গোল একটা টিপ। ধাপে ধাপে গোলাপি থেকে কমলা হয়ে লাল রঙে ভরে ওঠা পুবের আকাশ। আবার শীতের ভেলভেট বেগুনি প্যাঞ্জি ফুলের গালে ছোট্ট একটা কালো বিউটি স্পট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৪:২১
Share: Save:
০১ ০৮
দেখা গিয়েছে, মহিলাদের মধ্যে ‘কালার ভিশন ডেফিসিয়েন্সি’-তে আক্রান্ত হওয়ার প্রবণতা ০.৫ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৮ শতাংশ।

দেখা গিয়েছে, মহিলাদের মধ্যে ‘কালার ভিশন ডেফিসিয়েন্সি’-তে আক্রান্ত হওয়ার প্রবণতা ০.৫ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৮ শতাংশ।

০২ ০৮
অর্থাৎ প্রতি ২০০ জন মহিলার মধ্যে এক জন এবং প্রতি ১২ জন পুরুষের মধ্যে এক জন এই রোগে আক্রান্ত হন।

অর্থাৎ প্রতি ২০০ জন মহিলার মধ্যে এক জন এবং প্রতি ১২ জন পুরুষের মধ্যে এক জন এই রোগে আক্রান্ত হন।

০৩ ০৮
ডিউটেরানোমালিয়া, প্রোটানোপিয়া, ট্রিটানোপিয়া এবং মোনোক্রোম্যাসি প্রধানত এই চার ধরনের বর্ণান্ধতা দেখা যায়।

ডিউটেরানোমালিয়া, প্রোটানোপিয়া, ট্রিটানোপিয়া এবং মোনোক্রোম্যাসি প্রধানত এই চার ধরনের বর্ণান্ধতা দেখা যায়।

০৪ ০৮
ডিউটেরানোমালিয়ায় আক্রান্ত ব্যক্তিদের লাল এবং সবুজ রং দেখতে সমস্যা হয়। লাল ও সবুজের গাঢ় শেড তুলনায় অনেক হাল্কা দেখেন তাঁরা।

ডিউটেরানোমালিয়ায় আক্রান্ত ব্যক্তিদের লাল এবং সবুজ রং দেখতে সমস্যা হয়। লাল ও সবুজের গাঢ় শেড তুলনায় অনেক হাল্কা দেখেন তাঁরা।

০৫ ০৮
বর্ণান্ধতার ভাগগুলোর মধ্যে খুবই প্রচলিত হল ডিউটেরানোমালিয়া। বর্ণান্ধ মানুষদের মধ্যে ৪.৬৩ <br> শতাংশ পুরুষ এবং ০.৩৬ শতাংশ মহিলাই ডিউটেরানোমালিয়ায় আক্রান্ত হন।

বর্ণান্ধতার ভাগগুলোর মধ্যে খুবই প্রচলিত হল ডিউটেরানোমালিয়া। বর্ণান্ধ মানুষদের মধ্যে ৪.৬৩ <br> শতাংশ পুরুষ এবং ০.৩৬ শতাংশ মহিলাই ডিউটেরানোমালিয়ায় আক্রান্ত হন।

০৬ ০৮
প্রোটানোপিয়ায় আক্রান্ত ব্যক্তিরা লাল এবং সবুজ রং দেখতে পান না। এই ধরনের বর্ণান্ধতা মাত্র ১ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।

প্রোটানোপিয়ায় আক্রান্ত ব্যক্তিরা লাল এবং সবুজ রং দেখতে পান না। এই ধরনের বর্ণান্ধতা মাত্র ১ শতাংশ মানুষের মধ্যে দেখা যায়।

০৭ ০৮
ট্রিটানোপিয়ায় আক্রান্ত হলে মানুষেরা সব কিছু লাল ও সবুজ রঙ দেখেন। মাত্র ০.০০০১ শতাংশ মানুষের মধ্যে এই রোগ দেখা যায়।

ট্রিটানোপিয়ায় আক্রান্ত হলে মানুষেরা সব কিছু লাল ও সবুজ রঙ দেখেন। মাত্র ০.০০০১ শতাংশ মানুষের মধ্যে এই রোগ দেখা যায়।

০৮ ০৮
মোনোক্রোম্যাসি হল সম্পূর্ণ ভাবে বর্ণান্ধতা। অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চোখে <br> গোটা দুনিয়াটা সাদা-কালো। পৃথিবীর মাত্র ০.০০০০৩ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হন।

মোনোক্রোম্যাসি হল সম্পূর্ণ ভাবে বর্ণান্ধতা। অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চোখে <br> গোটা দুনিয়াটা সাদা-কালো। পৃথিবীর মাত্র ০.০০০০৩ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE