Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lifestyle News

সংসারের নিত্য কিছু সমস্যা মেটানোর সহজ উপায়

সকালে তড়িঘড়ি অফিসে যেতে হবে। রেডি হতে গিয়ে দেখলেন, শার্টের কলারটা বেশ কুঁচকে রয়েছে। এ দিকে হাতেও বেশি সময় নেই! চটজলদি শার্টের কলার সোজা করবেন কী ভাবে? অথবা বাড়িতে পার্টির আয়োজন করেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৯:০২
Share: Save:
০১ ১০
একটি থেকে অন্য বোতলে তরল পদার্থ ঢালতে গেলে অনেক সময়ই তা উপচে পড়ে যায়।<br>
বোতলের মুখে একটি চপস্টিক বা পেন রেখে তার পর তাতে ওই তরল ঢালুন। দেখবেন, তা আর উপচে পড়বে না।

একটি থেকে অন্য বোতলে তরল পদার্থ ঢালতে গেলে অনেক সময়ই তা উপচে পড়ে যায়।<br> বোতলের মুখে একটি চপস্টিক বা পেন রেখে তার পর তাতে ওই তরল ঢালুন। দেখবেন, তা আর উপচে পড়বে না।

০২ ১০
লঙ্কা কাটার পর অনেকেরই হাত জ্বালা করে। এটা কমাতে হাতে একটু অলিভ অয়েল মেখে নিন।<br>
এর পর সাবান দিয়ে হাত ভাল করে ধুয়ে নিন। হাতের জ্বালা ভাব কমে যাবে।

লঙ্কা কাটার পর অনেকেরই হাত জ্বালা করে। এটা কমাতে হাতে একটু অলিভ অয়েল মেখে নিন।<br> এর পর সাবান দিয়ে হাত ভাল করে ধুয়ে নিন। হাতের জ্বালা ভাব কমে যাবে।

০৩ ১০
সাতসকালে বাটারড টোস্ট খেলে ইচ্ছে করছে। অথচ ফ্রিজ থেকে মাখন বের করে তা রুম টেম্পারেচারে<br>
নিয়ে আসতে বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়। এ বার থেকে অপেক্ষা না করে বরং চিজের মতোই মাখন গ্রেট করে নিন।

সাতসকালে বাটারড টোস্ট খেলে ইচ্ছে করছে। অথচ ফ্রিজ থেকে মাখন বের করে তা রুম টেম্পারেচারে<br> নিয়ে আসতে বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়। এ বার থেকে অপেক্ষা না করে বরং চিজের মতোই মাখন গ্রেট করে নিন।

০৪ ১০
শার্টের কলার ইস্ত্রি করাটা অনেকেরই বেশ ঝামেলার কাজ বলে মনে হয়।<br>
ঝামেলা এড়াতে বরং হেয়ার স্ট্রেটনার দিয়ে সহজেই কলার আয়রন করে নিন।

শার্টের কলার ইস্ত্রি করাটা অনেকেরই বেশ ঝামেলার কাজ বলে মনে হয়।<br> ঝামেলা এড়াতে বরং হেয়ার স্ট্রেটনার দিয়ে সহজেই কলার আয়রন করে নিন।

০৫ ১০
দিনভর মোবাইল অথবা ক্যামেরা ব্যবহারের পর তাতে ধুলোময়লা জমে যায়।<br>
একটি ইরেজার মোবাইলে বা ক্যামেরায় ঘষে নিয়ে তা পরিষ্কার করে নিন।

দিনভর মোবাইল অথবা ক্যামেরা ব্যবহারের পর তাতে ধুলোময়লা জমে যায়।<br> একটি ইরেজার মোবাইলে বা ক্যামেরায় ঘষে নিয়ে তা পরিষ্কার করে নিন।

০৬ ১০
রেস্তোরাঁর মতো একেবার পারফেক্ট শেপের পোচড এগ খেতে চান? তবে ফ্রাইং প্যানে<br>
একটি অনিয়ন রিং রেখে তার মধ্যে ডিম ঢেলে দিন। বাড়িতেই তৈরি পারফেক্ট শেপের পোচড এগ।

রেস্তোরাঁর মতো একেবার পারফেক্ট শেপের পোচড এগ খেতে চান? তবে ফ্রাইং প্যানে<br> একটি অনিয়ন রিং রেখে তার মধ্যে ডিম ঢেলে দিন। বাড়িতেই তৈরি পারফেক্ট শেপের পোচড এগ।

০৭ ১০
তার পুরনো হয়ে গেলে অনেক সময়ই তাতে চিড় ধরতে থাকে।<br>
একটি বলপেনের স্প্রিং খুলে ওই তারে জড়িয়ে নিন। দেখবেন, তারে চিড় ধরবে না।

তার পুরনো হয়ে গেলে অনেক সময়ই তাতে চিড় ধরতে থাকে।<br> একটি বলপেনের স্প্রিং খুলে ওই তারে জড়িয়ে নিন। দেখবেন, তারে চিড় ধরবে না।

০৮ ১০
ফুটন্ত জল উপচে পড়া রুখতে সসপ্যানের উপরে একটি কাঠের খুন্তি বা চামচ রেখে দিন। জল উপচে পড়বে না।

ফুটন্ত জল উপচে পড়া রুখতে সসপ্যানের উপরে একটি কাঠের খুন্তি বা চামচ রেখে দিন। জল উপচে পড়বে না।

০৯ ১০
কেক-এর উপর মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপন করতে কে না ভালবাসেন!<br>
তবে মোমবাতি গলে গিয়ে কেকের উপর পড়লে জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।<br>
এ বার থেকে কেকের উপর একটা চেরি বা কোনও ফলের টুকরো রেখে তার উপর<br>
মোমবাতি রাখুন। মোমবাতি গলে গেলেও তাতে কেকের উপর পড়বে না।

কেক-এর উপর মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপন করতে কে না ভালবাসেন!<br> তবে মোমবাতি গলে গিয়ে কেকের উপর পড়লে জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।<br> এ বার থেকে কেকের উপর একটা চেরি বা কোনও ফলের টুকরো রেখে তার উপর<br> মোমবাতি রাখুন। মোমবাতি গলে গেলেও তাতে কেকের উপর পড়বে না।

১০ ১০
রুম ফ্রেশনার ফুরিয়ে গিয়েছে? একটি টিস্যু পেপারে খানিকটা পারফিউম ঢেলে<br>
টেবল ফ্যানের ভিতরে লাগিয়ে দিন। দেখবেন সুন্দর গন্ধে ভরে উঠেছে ঘর।

রুম ফ্রেশনার ফুরিয়ে গিয়েছে? একটি টিস্যু পেপারে খানিকটা পারফিউম ঢেলে<br> টেবল ফ্যানের ভিতরে লাগিয়ে দিন। দেখবেন সুন্দর গন্ধে ভরে উঠেছে ঘর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE