Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্মার্ট ফোনের ব্যাটারি ভাল রাখবেন কী করে?

হাতে স্মার্ট ফোন সঙ্গে মাল্টিপল অ্যাপস। তাই যতক্ষণ না আমাদের ঘুম আসে, মোবাইলেরও ঘুম নেই। তারপরও আমরা ব্যাটারিরই দোষ দিই। তবে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বেশ কিছু টিপস মনে রাখুন। অনেকখানিই ব্যাটারি সঞ্চয় করতে পারবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৭
Share: Save:

হাতে স্মার্ট ফোন সঙ্গে মাল্টিপল অ্যাপস। তাই যতক্ষণ না আমাদের ঘুম আসে, মোবাইলেরও ঘুম নেই। তারপরও আমরা ব্যাটারিরই দোষ দিই। তবে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বেশ কিছু টিপস মনে রাখুন। অনেকখানিই ব্যাটারি সঞ্চয় করতে পারবেন।

মোবাইল গরম হতে দেবেন না। চার্জ দেওয়ার সময় খেয়াল রাখুন মোবাইলের তাপমাত্রা ২০-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে কিনা। ফোন চার্জে থাকা সময় একদমই ব্যবহার করবেন না।

একটানা মোবাইলে চার্জ দিন। বারবার চার্জ থেকে খুলে কথা বললে তাড়াতাড়ি ব্যাটারি ক্ষয় হতে পারে। নকল চার্জার থেকে দূরে থাকুন।

আরও খবর- এ বার আত্মহত্যা ঠেকাবে মোবাইল অ্যাপ!

কখন মোবাইলে চার্জ দেবেন? আপনার মোবাইলে যখন ১০ শতাংশ ব্যাটারি থাকবে, তখনই চার্জ দিতে পারেন। সারা রাত ধরে চার্জ একদমই দেবেন না। এত কিছুর পরও আপনার মোবাইলে চার্জ কম থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারির ব্যাধি আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE