Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lifestyle News

কী কী লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গি হতে পারে?

শুধু করপোরেশন বা মিউনিসিপ্যালিটির ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। মশার বাড়বাড়ন্ত রুখতে এগিয়ে আসতে হবে আপনাকে আমাকে সবাইকেই। আর প্রয়োজন ডেঙ্গি জ্বরের মারাত্মক উপসর্গগুলি সম্পর্কে সচেতন থাকা। তাহলেই প্রানহানির আশঙ্কা শূন্যে নামিয়ে আনা যেতে পারে। ভরসা দিলেন পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার স্পেশালিষ্ট ডা পার্থসারথী ভট্টাচার্য। লিখেছেন সুমা বন্দ্যোপাধ্যায়।শুধু করপোরেশন বা মিউনিসিপ্যালিটির ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। মশার বাড়বাড়ন্ত রুখতে এগিয়ে আসতে হবে আপনাকে আমাকে সবাইকেই।আর প্রয়োজন ডেঙ্গি জ্বরের মারাত্মক উপসর্গগুলি সম্পর্কে সচেতন থাকা।

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১৬:৪২
Share: Save:
০১ ০৮
সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরের বিশেষ তফাৎ না থাকলেও ইদানীং যেহেতু এই জ্বরের প্রকোপ <br> বেড়েছে তাই জ্বর ২৪ ঘন্টা চললেই কোন ঝুঁকি না নিয়ে অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে।

সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরের বিশেষ তফাৎ না থাকলেও ইদানীং যেহেতু এই জ্বরের প্রকোপ <br> বেড়েছে তাই জ্বর ২৪ ঘন্টা চললেই কোন ঝুঁকি না নিয়ে অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে।

০২ ০৮
ডেঙ্গি ধরা পড়লেই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। তবে রোজই নিয়ম করে প্লেটলেট <br> কাউন্ট পরীক্ষা করানো দরকার। আর চিকিতসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়ানো চলবে না।

ডেঙ্গি ধরা পড়লেই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। তবে রোজই নিয়ম করে প্লেটলেট <br> কাউন্ট পরীক্ষা করানো দরকার। আর চিকিতসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়ানো চলবে না।

০৩ ০৮
সাধারণ ভাইরাল ফিভারের মতোই ডেঙ্গি জ্বরে গা হাত পা ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়।

সাধারণ ভাইরাল ফিভারের মতোই ডেঙ্গি জ্বরে গা হাত পা ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়।

০৪ ০৮
গলা ব্যাথা আর সর্দি থাকতে পারে।

গলা ব্যাথা আর সর্দি থাকতে পারে।

০৫ ০৮
ডেঙ্গি জ্বরের আর এক উপসর্গ পেটে ব্যথা আর বমি বমি ভাব বা বমি।<br> সঙ্গে ডায়রিয়া আর ধুম জ্বর হলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

ডেঙ্গি জ্বরের আর এক উপসর্গ পেটে ব্যথা আর বমি বমি ভাব বা বমি।<br> সঙ্গে ডায়রিয়া আর ধুম জ্বর হলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

০৬ ০৮
চোখে খুব ব্যথা করতে পারে। আর অনেকের ডেঙ্গি জ্বরে গা হাত পায়ে ভয়ানক বেশি ব্যথা করে।<br> এই কারণেই ডেঙ্গি জ্বরের আর এক নাম ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর।

চোখে খুব ব্যথা করতে পারে। আর অনেকের ডেঙ্গি জ্বরে গা হাত পায়ে ভয়ানক বেশি ব্যথা করে।<br> এই কারণেই ডেঙ্গি জ্বরের আর এক নাম ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর।

০৭ ০৮
গায়ে ব্যথা করলে ভুলেও নিজের ইচ্ছে মত ব্যথার ওষুধ খাবেন না। এতে অন্ত্র, কিডনি, লিভার সহ শরীরের বিভিন্ন অংশে ব্লিডিং হতে পারে।

গায়ে ব্যথা করলে ভুলেও নিজের ইচ্ছে মত ব্যথার ওষুধ খাবেন না। এতে অন্ত্র, কিডনি, লিভার সহ শরীরের বিভিন্ন অংশে ব্লিডিং হতে পারে।

০৮ ০৮
ডেঙ্গির সংক্রমণ হলে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যেতে শুরু করে। আর এই কারণে শরীরের বিভিন্ন অংশে হেমারেজ <br> অর্থাৎ রক্তক্ষরণ হয়। এর ফলে মশা কামড়ানোর মত লাল লাল র‍্যাশ দেখা যায়। অথবা মাড়ি, নাক বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে পারে।

ডেঙ্গির সংক্রমণ হলে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যেতে শুরু করে। আর এই কারণে শরীরের বিভিন্ন অংশে হেমারেজ <br> অর্থাৎ রক্তক্ষরণ হয়। এর ফলে মশা কামড়ানোর মত লাল লাল র‍্যাশ দেখা যায়। অথবা মাড়ি, নাক বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE