Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টেডি ডে-তে মনের মানুষকে গিফট করুন হাতে তৈরি নরম পুতুল

চলছে প্রেমের সপ্তাহ। আর চার দিন পরই ভ্যালেন্টাইনস ডে। আজ টেডি ডে। এই দিন প্রেমিক বা প্রেমিকার হাতে তুলে দিতেই হবে একটা দুষ্টু-মিষ্টি টেডি। দোকান থেকে কেনা টেডি তো সব্বাই দেয়। এ বারে টেডি ডে-তে নিজের হাতে প্রেমিকাকে একটা পুঁচকি মিষ্টি টেডি বানিয়ে দিলে কেমন হয় বলুন তো?

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০২
Share: Save:

চলছে প্রেমের সপ্তাহ। আর চার দিন পরই ভ্যালেন্টাইনস ডে। আজ টেডি ডে। এই দিন প্রেমিক বা প্রেমিকার হাতে তুলে দিতেই হবে একটা দুষ্টু-মিষ্টি টেডি। দোকান থেকে কেনা টেডি তো সব্বাই দেয়। এ বারে টেডি ডে-তে নিজের হাতে প্রেমিকাকে একটা পুঁচকি মিষ্টি টেডি বানিয়ে দিলে কেমন হয় বলুন তো? ভাবছেন ভীষণ কঠিন? একদম নয়। কী ভাবে টেডি বানিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করবেন তার চটজলদি পদ্ধতি রইল আপনাদের জন্য। গ্যারান্টি রইল মনের মানুষ নতুন করে ফিদা হবেনই।

১) আগে ভেবে নিন আপনি কী ধরনের সফট টয় বানাতে চান। নরম ভল্লুকই বানাতে হবে তার কোনও মানে নেই। ইচ্ছা হলে বাঘ, কুকুর, এমন কী কুমিরছানার পুতুল ও বানাতে পারেন।

২) দু’টুকরো বড় ফেল্ট জোগাড় করুন। দোকানে টেডি তৈরির কাপড় বললেই সহজেই মেলে। একটি ফেল্টের উপর টেডির আউট লাইনটা এঁকে ফেলুন। এ বার দু’টি ফেল্টকে উপর নীচে বসিয়ে আউট লাইন অনুযায়ী এমন ভাবে কাটুন যাতে দুটি টুকরোই একদম সমান আকৃতির হয়।

৩) একটি ফেব্রিক মার্কার দিয়ে যে দিকটা সামনের দিক সেটাতে চোখ মুখ এঁকে নিন।

৫) ছুঁচ সুতো দিয়ে উপর ও নীচের টুকরোটা এক সঙ্গে পাশ বরাবর সেলাই করে নিন। খুব নিঁখুত না হলেও চলবে। নীচের অংশটুকু ফাঁকা রাখবেন। বুকের কাছে রং বেরঙের বোতাম ইচ্ছা হলে বসাতে পারেন।

৬) নীচের ফাঁকা অংশ দিয়ে তুলো বা নরম কাপড় ভরে দিন।

৭) আপনার পুতুল গোলগাল পছন্দসই নরম সরম হলেই নীচের অংশটুকু সেলাই করে দিলেই আপনার টেডি এক্কেবারে কমপ্নিট।

৮) এ বার ইচ্ছা হলে আর একটু সাজিয়ে নিতেই পারেন। গলায় একটা রিবন দিয়ে বো করে নিতে পারেন। দিতে পারেন নামও। নামটা সেলাই করে দিতে পারেন সাধের টেডির গায়ে।

৯) সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার টেডি এক্কেবারে রেডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE