Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lifestyle News

আজ রাতেই প্রি-বুকিং শুরু ওয়ান প্লাস ৫-এর, এখনই ১০ লাখ অগ্রিম রেজিস্ট্রেশন

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় শুরু হচ্ছে ওয়ান প্লাস ৫-এর অগ্রিম বুকিং। কিন্তু বুকিং শুরুর আগেই অগ্রিম রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ১০ লক্ষের গণ্ডি।

ওয়ান প্লাস ৫ উদ্বোধন করছেন সংস্থার সিইও পেটে লাউ। ছবি: রয়টার্স

ওয়ান প্লাস ৫ উদ্বোধন করছেন সংস্থার সিইও পেটে লাউ। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ১৭:২৭
Share: Save:

প্রথম সারির মোবাইল কোম্পানিগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে ওয়ান প্লাস। সদ্য বাজারে এসেছে ওয়ান প্লাসের নতুন মডেল ওয়ান প্লাস ৫। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় শুরু হচ্ছে ওয়ান প্লাস ৫-এর অগ্রিম বুকিং। কিন্তু বুকিং শুরুর আগেই অগ্রিম রেজিস্ট্রেশনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ১০ লক্ষের গণ্ডি। অনেকেই বলছেন, আইফোন ছাড়া সাম্প্রতিককালে এমন ‘হাইপ’ তৈরি হয়নি কোনও ফোন নিয়ে।

ভারতে ওয়ান প্লাস ৫-এর দু’টি মডেল লঞ্চ হচ্ছে। তার মধ্যে একটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও একটিতে ৮ জিবি র‌্যাম। যে দু’টির দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা এবং ৩৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন: ২৮ হাজারি স্মার্টফোন সারানোর বিল ৪৮ হাজার!

কিন্তু কেন এত জনপ্রিয় এই ফোন? এক নজরে দেখে নেওয়া যাক, কী কী ফিচার রয়েছে এই ফোনে?

ডিসপ্লে:

৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। রয়েছে অপটিক ‘AMOLED’ টেকনোলজিও।

নকশা:

পাতলা এবং হালকা। এটাই ওয়ান প্লাস ৫-এর প্রধান ইউএসপি। ওয়ান প্লাসের আগের মডেল ওয়ান প্লাস ৩টি-র থেকেও হালকা এই মডেলটি। রয়েছে টপ ও বটন কার্ভিংও। ফোনের ব্যাক কভার মেটালের।

প্রসেসর:

কোয়ালকমের সবথেকে হালকা প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই মডেলে। সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫।

র‌্যাম:

রয়েছে ৬ জিবি এবং ৮ জিবি র‌্যামের দু’টি আলাদা মডেল।

ইন্টারনাল মেমরি:

৬৪ এবং ১২৮ জিবি, দু’টি আলাদা আলাদা ফিচারে পাওয়া যাবে এই ফোন।

ব্যাটারি:

৩০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি থাকবে ওয়ান প্লাস ৫-এ।

ক্যামেরা:

দু’টি ব্যাক ক্যামেরা রয়েছে এই ফোনে। একটিতে ১৬ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ১.৭ অ্যাপারচার ও ২০ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ২.৬ অ্যাপারচার ক্ষমতাসম্পন্ন। দু’টি ক্যামেরাতেই রয়েছে সোনির উচ্চক্ষমতা সম্পন্ন সেন্সর।

সুরক্ষা:

সেরামিক কোটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE