Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Hawai Adda

ভারতের প্রথম বিমান-রেস্তোরাঁয় আপনাকে স্বাগত

ভাসমান রেস্তোরাঁর কথা শোনা গিয়েছে আগেই। শোনা গিয়েছে আরও অদ্ভুত সব রেস্তোরাঁর কথাও। তবে উড়োজাহাজে চেয়ার-টেবিল পেতে রেস্তোরাঁর আমেজে খাওয়ার কথা খুব একটা শোনা যায়নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৩
Share: Save:
০১ ০৮
এয়ার ইন্ডিয়ার একটি পুরনো ‘এয়ারবাস ৩২০’কে তুলে এনে, সাজিয়ে গুছিয়ে রেস্তোরাঁর চেহারা দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার একটি পুরনো ‘এয়ারবাস ৩২০’কে তুলে এনে, সাজিয়ে গুছিয়ে রেস্তোরাঁর চেহারা দেওয়া হয়েছে।

০২ ০৮
রেস্তোরাঁর নাম ‘হাওয়াই আড্ডা’।

রেস্তোরাঁর নাম ‘হাওয়াই আড্ডা’।

০৩ ০৮
পঞ্জাবের লুধিয়ানার ফিরোজপুর রোডে স্থায়ী ভাবে এই বিমানটি রাখা হয়েছে। আর তাতেই চলেছে রেস্তোরাঁ ব্যবসা।

পঞ্জাবের লুধিয়ানার ফিরোজপুর রোডে স্থায়ী ভাবে এই বিমানটি রাখা হয়েছে। আর তাতেই চলেছে রেস্তোরাঁ ব্যবসা।

০৪ ০৮
গত বছরের ডিসেম্বরে সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে রেস্তোরাঁটির পথ চলা শুরু।

গত বছরের ডিসেম্বরে সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে রেস্তোরাঁটির পথ চলা শুরু।

০৫ ০৮
এই বিমানে শুধুই রেস্তোরাঁ নয়। রয়েছে কাফে, বেকারি, কিটি হল।

এই বিমানে শুধুই রেস্তোরাঁ নয়। রয়েছে কাফে, বেকারি, কিটি হল।

০৬ ০৮
ব্যবসায়ী পরমপ্রীত সিংহ লুথরা হলেন এই ‘হাওয়াই আড্ডা’র উদ্যোক্তা।

ব্যবসায়ী পরমপ্রীত সিংহ লুথরা হলেন এই ‘হাওয়াই আড্ডা’র উদ্যোক্তা।

০৭ ০৮
হঠাৎ করে তিনি এই ধরনের রেস্তোরাঁ খোলার কথা ভাবলেন কেন?  মহারাজা এক্সপ্রেসের সফর করে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়। আর ট্রেনের কামরার অন্দরসজ্জা, খাওয়া-দাওেয়ার বহর দেখেই এই পরিকল্পনা আসে তাঁদের মাথায়।

হঠাৎ করে তিনি এই ধরনের রেস্তোরাঁ খোলার কথা ভাবলেন কেন? মহারাজা এক্সপ্রেসের সফর করে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়। আর ট্রেনের কামরার অন্দরসজ্জা, খাওয়া-দাওেয়ার বহর দেখেই এই পরিকল্পনা আসে তাঁদের মাথায়।

০৮ ০৮
ইতিমধ্যেই পঞ্জাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘হাওয়াই আড্ডা’। ভিড় করছেন দূর-দূরান্তের মানুষও।

ইতিমধ্যেই পঞ্জাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘হাওয়াই আড্ডা’। ভিড় করছেন দূর-দূরান্তের মানুষও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE